Published : 01 May 2023, 12:10 AM
রাজবাড়ীর পাংশায় এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় এ হামলা হয় বলে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান।
নিহত মিজানুর রহমান মকু (৪৫) কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইব্রাহীম মন্ডলের ছেলে।
তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসাও করতেন।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানুর রহমানের সার ও কীটনাশকের দোকান আছে। দোকানে রোববার ছিল হালখাতা। হালখাতা শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি।
“পথে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।”
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।