Published : 21 Dec 2022, 09:29 PM
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মেছোবিড়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। এ সময় জনতা প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে।
বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ধারণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান।
আহত লেজু মিয়া (৭০) ওই গ্রামেরই বাসিন্দা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ডান হাত, মাথা ও ডান কানে জখম হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
লেজু মিয়ার ভাতিজা ফয়েজ আহমদ বলেন, “ভোরে লেজু মিয়া ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির পুকুর ঘাটে ওজু করতে যান। তখন পেছন থেকে মেছোবিড়াল এসে তাকে আক্রমণ করে। এ সময় লেজু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
“মেছোবিড়াল লেজু মিয়াকে জাপটে ধরে ছিল। এটি দেখে লোকজন লাঠি দিয়ে পিটিয়ে প্রাণীটিকে মেরে লেজু মিয়াকে মুক্ত করে। তখন জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।”
ওসি শাফায়েত বলেন, “ঘিলাছড়া এলাকায় অনেক টিলা রয়েছে। সেখানে চা বাগানও আছে। মেছোবিড়ালটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। স্থানীয়দের কাছ থেকে আমরা বিষয়টি শুনি। নিহত মেছোবিড়ালটি উদ্ধার করা হয়েছে।“
সিলেট বন বিভাগের রেঞ্জ অফিসার মো. শহীদুল্লাহ বলেন, এই প্রাণীটির নাম মেছোবিড়াল। স্থানীয়রা একে মেছোবাঘ বলে থাকেন।