ইংলিশ ফুটবল
Published : 10 Mar 2025, 03:25 PM
ম্যাচ জুড়ে আর্সেনালের রক্ষণে ভীতি ছড়ানো আলেহান্দ্রে গার্নাচোর খেলায় মুগ্ধ হুবেন আমুরি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করছেন, ওল্ড ট্র্যাফোর্ডে পরিপূর্ণ এক ম্যাচ খেলেছেন তরুণ আর্জেন্টাইন উইঙ্গার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে ১-১ ড্র করে ইউনাইটেড।
ম্যাচে গার্নাচোকে থামাতে চারবার ফাউল করেন আর্সেনালের খেলোয়াড়রা। এরই একটি থেকে পাওয়া ফ্রি-কিকে বিরতির আগে স্বাগতিকদের এগিয়ে নেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ডান দিক থেকে আর্সেনালের রক্ষণে চাপ ধরে রাখেন গার্নাচো। জেতেন অধিকাংশ দ্বৈরথ।
কদিন আগে ইউরোপা লিগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে দারুণ সুযোগ হাতছাড়া করে পাশের জালে বল মেরেছিলেন গার্নাচো। সেই ম্যাচের চেয়ে অনেক ভালো পারফরম্যান্সে আর্সেনালের বিপক্ষে নিজেকে মেলে ধরেন তিনি।
সাম্প্রতিক সময়ে কিছু সমালোচনাও হচ্ছিল আর্জেন্টাইন উইঙ্গারের। গত মাসে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচের এক পর্যায়ে তাকে তুলে নিয়েছিলেন কোচ। ডাগ আউটে থাকা সতীর্থদের কাছে না গিয়ে টানেল ধরে সোজা চলে যান গার্নাচো। সে সব পেছনে ফেলে এবার কোচের প্রশংসা পেলেন তিনি।
“আমার মনে হয়, গার্নাচো একটি পরিপূর্ণ ম্যাচ খেলেছে। গত বৃহস্পতিবার সে হতাশ ছিল, আজ (রোববার) সে অসাধারণ।”
আতলেতিকো মাদ্রিদ থেকে ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন গার্নাচো। মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে গত ডিসম্বরে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনিও। এরপর গণমাধ্যমে খবর আসে, গার্নাচো দল ছাড়তে পারেন জানুয়ারির দলবদলে।
পরে আমুরির আস্থা অর্জন করেন গার্নাচো। ইউনাইটেড কোচ বলেন, নিজের মনোভাব পরিবর্তন করেছেন আর্জেন্টাইন উইঙ্গার। ইউনাইটেড থেকেই উন্নতি করতে চান তিনি।