স্প্যানিশ ফুটবল
Published : 12 May 2025, 12:05 AM
“এর আগ পর্যন্ত কোনো দ্বৈরথ ছিল না। নাহ, অন্তত ওই ম্যাচের আগ পর্যন্ত”, বলছিলেন বার্সেলোনার রিজার্ভ গোলরক্ষক ফের্নান্দো আরগিলা। কোন ম্যাচ? এর জন্য পেছনে যেতে হবে আট দশক। সেই ১৯৪৩ সালে কোপা দেল রের ম্যাচে ১১-১ গোলে জিতেছিল রেয়াল মাদ্রিদ। ওই ম্যাচের পরই স্প্যানিশ ফুটবলে জমে ওঠে বার্সেলোনার সঙ্গে তাদের তুমুল লড়াই। যা পরিচিত এল ক্লাসিকো নামে। দুই দলের সবশেষ লড়াইয়ের পর সামনে এলো বিতর্কিত সেই ম্যাচ।
লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রোববার রেয়ালকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। পাগলাটে প্রথমার্ধেই হয়েছে ৬ গোল।
১৪ মিনিটের মধ্যে দলকে ২-০ গোলে এগিয়ে নেন রেয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এরিক গার্সিয়া ব্যবধান কমানোর পর সমতা ফেরান লামিনে ইয়ামাল। রাফিনিয়ার জোড়া গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
ক্লাসিকোয় এর আগে সবশেষ কোনো ম্যাচে প্রথমার্ধে ৬ বা এর বেশি গোল হয়েছিল ১৯৪৩ সালের ১৩ জুন। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরেছিল রেয়াল। ফিরতি লেগে বিরতির আগেই ৮-০ গোলে এগিয়ে যায় তারা!
শেষ পর্যন্ত ম্যাচ জেতে ১১-১ গোলে। এখনও বার্সেলোনার বিপক্ষে যা রেয়ালের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচ নিয়ে বা ফল সেভাবে আলোচনায় আনে না রেয়াল। তবে বার্সেলোনার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জায়গা নিয়ে আছে সেই ম্যাচ। ওই ম্যাচ দিয়ে রেয়ালকে চিত্রায়িত করা হয় স্বৈরশাসকের দল হিসেবে, বার্সেলোনাকে দেখানো হয় তাদের শিকার হিসেবে।
এর আগে ১৯৩৫ সালের ফেব্রুয়ারি ও ১৯৪৩ সালের জানুয়ারিতে লা লিগার দুটি ম্যাচে বিরতির আগে হয় ৬ গোল।
বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া একটুর জন্য স্পর্শ করতে পারেননি লিওনেল মেসিকে। এক মৌসুমে রেয়ালের বিপক্ষে সর্বোচ্চ আট গোলে অবদান রাখার কীর্তি এই ফুটবল জাদুকরের। ২০১১-১২ মৌসুমে আটটি গোল করে ও করিয়ে চূড়ায় ওঠে বসেন তিনি। রাফিনিয়া ৫ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টে জায়গা করে নিলেন মেসির পরেই।
রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়ার দিনে লা লিগার চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এমবাপে। তার হাত ধরে একটি প্রথমের দেখা পেয়েছে রেয়াল। বর্তমান শতাব্দীতে দলটির প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি।
বার্সেলোনার এমন হ্যাটট্রিক আছে তিনটি, দুটি করেছেন মেসি। অন্যটি লুইস সুয়ারেস।
১৯৯৫ সালে সবশেষ রেয়ালের খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জালে কোনো ম্যাচে তিন গোল করেছিলেন ইবান সামোরানো। স্পেনের সফলতম দলটির হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি ছিল তারই।
চলতি মৌসুমে চারটি ক্লাসিকোতেই জিতল বার্সেলোনা। ১৯৮২-৮৩ মৌসুমে প্রথমবার রেয়ালকে টানা চার ম্যাচে হারাতে পেরেছিল তারা। সেই কীর্তিতে ভাগ বসাল হান্সি ফ্লিকের দল। মাত্র দ্বিতীয় কোচ হিসেবে রেয়ালের বিপক্ষে দায়িত্বের প্রথম চার ম্যাচ টানা জিতলেন এই জার্মান কোচ। তার আগে এই কীর্তি গড়েন পেপ গুয়ার্দিওলা, তিনি জিতেছিলেন টানা পাঁচটিতে।
টানা ১৮ ক্লাসিকোয় ফল হলো। এই সময়ে রেয়াল জিতেছে ১০টিতে, বাকি আটটিতে জিতেছে বার্সেলোনা।