বিশ্বকাপ বাছাই
Published : 08 Jun 2025, 10:04 PM
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নরওয়ের কাছে বিধ্বস্ত হওয়ার পর ইতালির কোচের পদ থেকে লুসিয়ানো স্পালেত্তির বিদায়ের গুঞ্জন তেমন শোনা যায়নি। কিন্তু তিনি নিজেই সংবাদ সম্মেলনে এসে জানালেন বরখাস্ত হওয়ার কথা!
গত শুক্রবার বাছাইয়ের ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হারে ইতালি। দলের বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনা চলছিল। দলের পারফম্যান্স নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্পালেত্তি নিজেও। তবে বলেছিলেন, দায়িত্ব চালিয়ে যাওয়ার কথাও।
ওই ম্যাচের দুদিন পর রোববার সংবাদ সম্মেলনে স্পালেত্তি নিজেই জানালেন, তার আর চাকরি নেই। সোমবার মালদোভার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে এসেছিলেন ৬৬ বছর বয়সী এই কোচ। সেখানেই তুলে ধরেন ফেডারেশন সভাপতির সাথে তার আলাপচারিতা।
“কাল রাতে সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে আমরা সবাই খুবই নিবিড়ভাবে বিষয়টি আলোচনা করেছি। তিনি আমাকে বলেছেন, জাতীয় দলের কোচের পদ থেকে আমাকে মুক্তি দেওয়া হবে।”
“হাল ছেড়ে দেওয়ার কোনো মনোভাব আমার ছিল না। এই দায়িত্বে থেকে যেতে পারলে এবং কাজ চালিয়ে যেতে পারলেই ভালো লাগত। আমি আগামীকাল মালদোভার বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করব এবং তারপর আমরা চুক্তির বিষয়টি সমাধান করে নিব।”
২০২৩ সাল থেকে ইতালির দায়িত্বে স্পালেত্তি। তার অধীনে দলটির মাঠের পারফম্যান্স অবশ্য খুব একটা আহামরি ছিল না। ২০২৪ ইউরোতেও তারা শেষ ষোল থেকে বিদায় নেয় সুইজারল্যান্ডের কাছে হেরে।