Published : 15 Jun 2025, 03:21 PM
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইতালির নতুন কোচের নাম জানিয়ে দিলেন জানলুইজি বুফ্ফন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান বললেন, তার এক সময়ের সতীর্থ জেন্নারো গাত্তুসো দাঁড়াবেন চারবারের বিশ্বকাপ জয়ীদের ডাগ আউটে।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে বাজে শুরুর পর কদিন আগে লুসিয়ানো স্পাল্লেত্তিকে ছাঁটাই করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বুফ্ফন ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম আরএআইকে শনিবার নিশ্চিত করেন, নতুন কোচ হচ্ছেন সাবেক মিডফিল্ডার গাত্তুসো।
“আমরা কাজ সেরেছি, এখন বিস্তারিত সবকিছু চূড়ান্ত করার জন্য অপেক্ষা করছি। প্রেসিডেন্ট ও ফেডারেশনের সবাই গত কিছু দিন খুব ব্যস্ত সময় কাটিয়েছে। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্ত নিয়েছি।”
দুই বছরের কম সময় দায়িত্ব থাকার পর চাকরি হারান স্পাল্লেত্তি। নরওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর নিজেই ছাঁটাইয়ের কথা জানান তিনি। মালদোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় হয়ে আছে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।
২০০৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য গাত্তুসো ইতালির হয়ে খেলেছেন ৭৩ ম্যাচ। সবশেষ ক্রোয়েশিয়ার ক্লাব হাইডুক স্প্লিটের কোচ ছিলেন তিনি। দেশটির শীর্ষ লিগে দলটি তৃতীয় হওয়ার পর পারস্পারিক সমঝোতায় কোচের পদ থেকে সরে যান তিনি।