Published : 03 Jun 2025, 11:13 AM
যার নামে এই আঙিনার নাম, সেই ‘লিওনেল মেসি অনুশীলন সেন্টার’ দীর্ঘদিন পর পেল জাদুকরের পায়ের ছোঁয়া। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন লিওনেল মেসি।
মায়ামি থেকে আর্জেন্টিনায় পৌঁছে বুয়েনস আইরেস শহরের বাইরে অনুশীলন সেন্টারে সোমবার যোগ দেন মেসি। বিশ্বকাপজয়ী নায়ক আর্জেন্টিনার জার্সিতে সবশেষ খেলেছেন গত নভেম্বরে।
পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলি খেলতে পারেননি এই মহানায়ক। আগে থেকেই শীর্ষে থাকা দল ওই সময়ই নিশ্চিত করে ফেলে ২০২৬ বিশ্বকাপে খেলা।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্ম ও ছন্দকে সঙ্গী করে জাতীয় দলে যোগ দিলেন মেসি। আগের কিছুদিন অবশ্য কিছুটা বিবর্ণ ছিলেন ৩৭ বছর বয়মী তারকা। তবে সবশেষ দুই ম্যাচে তাকে দেখা গেছে চেনা রূপে।
মেজর লিগ সকারে গত বুধবার মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে দুটি গোল করেন তিনি। পরে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলের জয়ে দুটি গোল করা ছাড়াও বাকি তিনটি গোলেও ছিল তার অবদান। পরপর দুই সপ্তাহে ‘প্লেয়ার অব দা উইক’ স্বীকৃতিও পান।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে চিলির মাঠে খেলার পর ১১ জুন সকালে নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
১৪ ম্যাচে ১০ জয় আর ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর। উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ২১।