স্প্যানিশ ফুটবল
Published : 14 Jun 2025, 04:53 PM
১৭ বছর বয়সে রেয়াল মাদ্রিদে নাম লেখানো আর্জেন্টিনার দারুণ প্রতিভাবান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়ে উচ্ছ্বসিত স্প্যানিশ দলটির সাবেক ফরোয়ার্ড হাভিয়ের সাভিওলা। ইউরোপের সফলতম ক্লাবটির জন্য এই তরুণ খুব মানানসই একজন খেলোয়াড় বলে মনে করেন তিনি।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে টানার কথা শুক্রবার এক বিবৃতিতে জানায় রেয়াল। রিভার প্লেট, বার্সেলোনা ও রেয়ালের হয়ে খেলা সাভিওলা স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দেখে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ছে তার।
“আমাকে আমার প্রথম পদক্ষেপের অনেক কথা মনে করিয়ে দেয় এটা (মাস্তানতুয়োনোর দলবদল)। রিভার প্লেটের হয়ে আমার অভিষেক হয় ১৬ বছর বয়সে এবং ১৯ বছর বয়সে আমি বার্সায় ছিলাম। মাস্তানতুয়োনো এখন একইরকম অভিজ্ঞতা অর্জন করছে।”
রিভার প্লেটে ও আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে দারুণ পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন মাস্তানতুয়োনো। বয়স অল্প হলেও ম্যাচ পড়তে পারার সামর্থ্য তার দারুণ। বল পায়ে রাখতেও তিনি পারদর্শী। এ কারণে রাইট উইংয়ের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন সাচ্ছ্বন্দ্যে।
চলতি মাসেই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেকের কীর্তি গড়েন তিনি।
তার প্রশংসায় বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও রেয়ালের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেসের প্রসঙ্গ টেনে আনেন সাভিওলা।
“আমার মতে, সে লামিনে ইয়ামালের মতো নয়। তবে সে হামেস রদ্রিগেসের মতো। রেয়াল মাদ্রিদ যেমনটা পছন্দ করে, তেমন একজন খেলোয়াড় সে।”
ক্যারিয়ারের শুরু থেকেই তুমুল প্রতিভাবান হিসেবে পরিচিত ছিলেন রদ্রিগেস। লাতিন আমেরিকান ফুটবলের বিস্ময় বালকদের একজন হয়ে আবির্ভাব ঘটেছিল এই কলম্বিয়ানের৷ চার বছর তিনি ছিলেন রেয়াল মাদ্রিদে। যদিও তার ক্লাব ক্যারিয়ার প্রত্যাশিত গতি পায়নি মাঠের বাইরের নানা কারণে।
মাস্তানতুয়োনো এখনই রেয়ালে যোগ দিচ্ছেন না। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে আগামী ১৪ অগাস্টে যখন তার বয়স হবে ১৮, তখন সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখবেন তিনি।
নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়াটা তার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন ৪৩ বছর বয়সী সাভিওলা।
“সবচেয়ে কঠিন কাজ হলো চারপাশের পরিবেশ ছেড়ে যাওয়া, নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসা। দ্রুত মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। যদি কেউ রিভার প্লেটে খেলার চাপ সামলাতে পারে, তাহলে সে রেয়াল মাদ্রিদের জন্য প্রস্তুত।”