স্প্যানিশ ফুটবল
Published : 03 Jun 2025, 08:15 PM
নতুন মৌসুমের জন্য সব দলকে একটা সতর্কবার্তা দিলেন রবের্ত লেভানদোভস্কি। শাবি আলোন্সোর সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে বললেন, নতুন কোচের হাত ধরে ভয়ঙ্কর চেহারায় ফিরবে রেয়াল মাদ্রিদ।
বায়ার্ন মিউনিখে একসঙ্গে খেলেছেন আলোন্সো ও লেভানদোভস্কি। সেখান থেকে দুই জনের পথ বেঁকে যায় দুই দিকে। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়ে দুই বছর পর রেয়াল সোসিয়েদাদ ‘বি’ দলের কোচ হন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলোন্সো। বায়ার লেভারকুজেনে ইতিহাস গড়ে এখন তিনি রেয়াল মাদ্রিদের কোচ।
এই দলেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্য লেভানদোভস্কি। সদ্য সমাপ্ত মৌসুমে দলের তিন শিরোপা জয়ে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪২ গোল।
পোল্যান্ড জাতীয় দলের হয়ে জুনের দুই ম্যাচে খেলবেন না লেভানদোভস্কি। আপাতত ছুটি কাটাচ্ছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। সেখান থেকে মুন্দো দেপোর্তিভোকে দিয়েছেন সাক্ষাৎকার। অনেক প্রসঙ্গের সঙ্গে এসেছে আলোন্সোর কথাও। বললেন, এক সময়ের সতীর্থের বিশাল প্রভাব আশা করছেন রেয়াল মাদ্রিদের ডাগআউটে।
“ফুটবলার শাবিকে আমি খুব ভালো করে চিনি। আমরা সবসময় এক সঙ্গে অনুশীলন করতাম। আমি জানতাম, এক সময়ে শাবি কোচ হবে। শুরুতে অবশ্যই ছোট কোনো দলের। তবে কয়েক বছর পর এখন সে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটির কোচ। আমি মনে করি, সে রেয়াল মাদ্রিদের জন্য একজন ভালো কোচ, যে দলকে সাহায্য করতে পারবে। সম্ভবত তার একটু সময় লাগবে, তবে সে কোচ হিসেবে এই ক্লাবের জন্য প্রস্তুতি নিয়েছে।”
ক্লাব বিশ্বকাপে না থাকায় বার্সেলোনার মৌসুম শেষ হয়ে গেছে আগেই। মৌসুমে চারবার রেয়ালকে হারানোর তৃপ্তি নিয়ে ছুটিতে গেছেন লেভানদোভস্কিরা। অভিজ্ঞ এই স্ট্রাইকারের ধারণা, পরের ক্লাসিকোয় আলোন্সোর রেয়ালকে হারাতে আরও বেশি পরিশ্রম করতে হবে তাদের।
“আমি মনে করি, আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা সহজ হবে না। দিন শেষে অবশ্য এটা আমাদের ওপরই নির্ভর করবে। তবে হ্যাঁ, অবশ্যই আমি মনে করি শাবি আলোন্সো রেয়াল মাদ্রিদে যা করেছে, তা বলে শেষ করা সম্ভব নয়, যেমন অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তবে শাবি আলোন্সো এখন কোচ হিসেবে তার যাত্রার শুরুর দিকে আছে। এখানে শুরু করতে সে নতুন খেলোয়াড় আনবে, লকার রুমে নতুন কিছু আনবে। তবে আমি নিশ্চিত রেয়াল মাদ্রিদ আগামী মৌসুমে খুব বিপজ্জনক দলে পরিণত হবে।”
রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও লেভানদোভস্কির উপস্থিতিতে বার্সেলোনার আক্রমণভাগ এই মৌসুমে ছিল ভয়ঙ্কর। লিগে ৩৮ ম্যাচে কাতালান দলটি করেছে ১০২ গোল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা সর্বোচ্চ। আগামী মৌসুমেও রেয়ালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুরো দলকেই এমন বিপজ্জনক হয়ে ওঠার তাগিদ দিলেন লেভানদোভস্কি।
“আমি মনে করি, আমরা তিন জন এই মৌসুমে একসঙ্গে খুব ভালো খেলেছি। বিশ্বের যে কোনো দলের চেয়ে আমরা ছিলাম সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ। মৌসুম শুরুর লামিনের সঙ্গে সবশেষ তিন মাসের লামিনের তুলনা করবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। শেষ তিন মাসে লামিনে ছিল অন্য পর্যায়ে। রাফিনিয়াও তাই, গতিশীলতা, গতি, প্রতিপক্ষের সামনে ও পেছনে দৌড়, এগুলো তার শক্তি। আমি মনে করি, অনেক প্রতিপক্ষের জন্যই আমাদের থামানো ছিল কঠিন। আগামী মৌসুমে দল হিসেবে আমাদের আরও ভয়ঙ্কর হতে হবে।