Published : 15 May 2025, 03:21 AM
সেমি-ফাইনালে শক্তিশালী ইন্টার মিলানকে উড়িয়ে আসা এসি মিলান শিরোপার মঞ্চে একটুও আলো ছড়াতে পারল না। ইতালিয়ান কাপের ফাইনালে তাদেরকে হারিয়ে দীর্ঘ পাঁচ দশকের শিরোপা খরা কাটাল বোলোনিয়া।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে ১-০ গোলে জিতে নতুন ইতিহাস রচনা করেছে বোলোনিয়া।
ইতালির শীর্ষ লিগ সেরি আয় সাতবারের চ্যাম্পিয়ন বোলোনিয়া, তবে প্রতিযোগিতাটিতে তারা সবশেষ সাফল্য পেয়েছে ছয় দশকেরও বেশি সময় আগে, ১৯৬৩-৬৪ মৌসুমে। শীর্ষ পর্যায়ের ফুটবলে এর আগে সবশেষ তারা শিরোপা স্বাদ পেয়েছিল এই ইতালিয়ান কাপেই, ১৯৭৩-৭৪ মৌসুমে।
সেই থেকে ৫১ বছর পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেই বাজিমাত করল বোলোনিয়া।
প্রথমার্ধে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোনিয়া। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ।
বিরতির পর অবশ্য ডেডলক ভাঙতে খুব একটা দেরি করেনি বোলোনিয়া। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ডি-বক্সে সতীর্থের পাস ধরে, জায়গা বানিয়ে জোরাল শটে গোলটি করেন সুইস ফরোয়ার্ড দান এনদোয়ে।
গোল হজম করার পরও এসি মিলানের খেলায় কোনোরকম মরিয়া ভাব ফুটে ওঠেনি। প্রতিপক্ষকে তেমন বিপদেও ফেলতে পারেনি তারা।
সময় গড়িয়ে, শেষের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে বোলোনিয়ার কোচ, খেলোয়াড় ও সমর্থকরা। শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।
এবারের সেরি আতেও মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বোলোনিয়া।
তাই, এই শিরোপা জিতে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ ছিল সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের। সেটাও আর হলো না। ফলে লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।