ইংলিশ ফুটবল
Published : 10 Jun 2025, 07:36 PM
কদিন পরপরই ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাতে মারা যাচ্ছে অসংখ্য নিস্পাপ প্রাণ। যা মানতে পারছেন না পেপ গুয়ার্দিওলা। এই যুদ্ধের রেশ পড়তে পারে তাদের উপরও, সেই সতর্কবার্তা দিয়ে ম্যানচেস্টার সিটি কোচ বলেছেন, পরের মৃত চার-পাঁচ বছরের শিশুটি হতে পারে যে কারো।
হামাসের হামলার পর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৬ হাজারেরও বেশি আহত হয়েছেন। যাদের অধিকাংশই নিরীহ নাগরিক। গত ১৮ মার্চ যুদ্ধবিরতির অবসানের পর থেকে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬০৩ জন।
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে মঙ্গলবার একটি সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পান গুয়ার্দিওলা। সেখানে নিজের ভাষণে গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন স্প্যানিশ এই কোচ।
“গাজায় যা হচ্ছে, সেটা দেখা সত্যিই অনেক বেশি কষ্টদায়ক। এটা আমাকে ব্যথিত করে। এটা মতাদর্শের কোনো বিষয় নয়। আমি সঠিক না ভুল সেটার বিষয় নয়। এটা স্রেফ জীবনের প্রতি ভালোবাসা, প্রতিবেশীদের দেখভালের ব্যাপার।”
“হয়তো আমরা ভাবছি, চার বছরের ছেলে-মেয়েদের বোমা হামলায় মারা যাচ্ছে কিংবা হাসপাতালে মৃত্যু হচ্ছে, যদিও সেটা এখন আর হাসপাতাল নেই। এসব আমাদের সমস্যা নয়। তবে সাবধান। পরের চার-পাঁচ বছরের বাচ্চাটি আমাদের হবে। দুঃখিত, কিন্তু এখানে আমি আমার বাচ্চাদের দেখি, মারিয়া, মারিউস ও ভালেন্তিনাকে। দুঃস্বপ্নের সময় শুরু হওয়ার পর প্রতিদিন সকালে যখন গাজার শিশুদের দেখি, আমি খুবই ভয় পাই।”
গুয়ার্দিওলার কোচিংয়ে বদলে গেছে ম্যানচেস্টার সিটি। গত ৯ বছরে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ক্লাবটি। এই কোচের সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও পেয়েছে তারা। পাশাপাশি একটি দাতব্য সংস্থা গুয়ার্দিওলা সালা ফাউন্ডেশনও আছে তার। সব মিলিয়ে ম্যানচেস্টারে অবদান রাখার জন্য এই স্বীকৃতি দেওয়া হয় তাকে।
হোয়াইটওর্থ হলে ৫৪ বছর বয়সী গুয়ার্দিওলার হাতে সম্মানজনক ডিগ্রিটি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নাজির আফজাল।