বিশ্বকাপ বাছাই
Published : 10 Jun 2025, 05:03 PM
জয় দিয়ে ইতালির অধ্যায় শেষ করলেও সন্তুষ্ট হতে পারছেন না লুসিয়ানো স্পালেত্তি। মালদোভার বিপক্ষে দলের পারফরম্যান্স পছন্দ হয়নি তার। দায়ভার অবশ্য নিজের কাঁধেই নিয়েছেন বরখাস্ত হওয়া এই কোচ। কোনো রাখঢাক না রেখেই বলেছেন দলটির উন্নতি করতে না পারার কথা।
একই সঙ্গে আক্ষেপও ঝরেছে ৬৬ বছর বয়সী স্পালেত্তির কণ্ঠে। উত্তরসূরির জন্য ইতালিকে ভালো অবস্থায় রেখে যেতে না পারায় ভীষণ হতাশ তিনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সোমবার মালদোভাকে ২-০ গোলে হারায় ইতালি। দলটির ডাগআউটে এটাই স্পালেত্তির শেষ ম্যাচ, আগের দিন বলেছিলেন তিনি নিজে।
গত শুক্রবার বাছাইয়ের ম্যাচে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় ইতালি। দলের বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনা চলছিল। দলের পারফম্যান্স নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্পালেত্তি নিজেও। তবে বলেছিলেন, দায়িত্ব চালিয়ে যাওয়ার কথাও।
তখনও ইতালির কোচ হিসেবে স্পালেত্তির ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায়নি। কিন্তু রোববার সংবাদ সম্মেলনে এসে তিনি নিজেই জানিয়ে দেন তার চাকরি হারানোর কথা।
শেষটায় তাকে জয় উপহার দিতে পেরেছে ইতালি। কিন্তু মালদোভা ম্যাচের পারফরম্যান্সেও খুশি হতে পারছেন না তিনি। ম্যাচ শেষে বললেন সেসব কথাই।
“আমি ফলাফলে হতাশ। যারা আমার পরে দায়িত্ব নিতে আসবে, তাদের জন্য আমি দুর্দান্ত একটি জাতীয় দল রেখে যেতে পারছি না, কারণ আজ রাতেও আমরা ভালো খেলিনি। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি চেষ্টা করেছি, ভুল করেছি, এমনকি আমি কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছি।”
“যা-ই করি না কেন, সেখান থেকে শেখার চেষ্টা করি, আমি নিজেকে খুব বেশি বুদ্ধিমান হিসেবে বিবেচনা করি না। এই খেলোয়াড়দের থেকে সেরাটা বের করতে পারিনি, এটা আমার মনে রাখতে হবে।”
গত দুই বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি বাছাই পর্ব উতরাতে না পারায়। এবারের বাছাইয়েও শুরুটা ভালো হয়নি তাদের। ২ ম্যাচে একটি করে জয়-পরাজয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় স্থানে আছে তারা।
২০২৩ সালে ইতালির দায়িত্ব নেন স্পালেত্তি। তার অধীনেও দলটির মাঠের পারফম্যান্স খুব একটা আহামরি ছিল না। ২০২৪ ইউরোতেও তারা শেষ ষোল থেকে বিদায় নেয় সুইজারল্যান্ডের কাছে হেরে।
নিজের অপারগতার কথা স্বীকার করে নিয়েছেন স্পালেত্তিও।
“আমি আমার কাজে খারাপ করেছি এবং এখন (চাকরি হারিয়ে) বাড়ি ফিরছি, এটা একদিক থেকে ঠিকই আছে। তবে আমি পদত্যাগ করিনি, কারণ আমি মনে করি, আরও ভালো করতে পারব। কিন্তু যখন আমাকে বলা হয়েছে, আমাকে দায়িত্বে রাখতে চায় না, চুক্তি শেষের জন্য সাক্ষর করে দিয়েছি।”
“আমি জাতীয় দল ছেড়ে যাচ্ছি, যেমন পেয়েছিলাম তেমনই রেখে।”
স্পালেত্তির উত্তরসূরি হিসেবে এখনও কারো নাম ঘোষণা করেনি ইতালি।