Published : 30 May 2025, 05:42 PM
সাম্প্রতিক সময়ে কয়েকটি ফুটবল ম্যাচ ও সমর্থকদের বাঁধভাঙা উদযাপন ঘিরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, আসছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে কেন্দ্র করে আগাম ব্যবস্থা নিয়েছে প্যারিসের নগর প্রশাসন। পিএসজি ও ইন্টার মিলানের মধ্যকার শিরোপা লড়াইটি মিউনিখে হলেও, প্যারিসে পাঁচ হাজার ৪০০ পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এখানকার পুলিশ প্রধান লরাঁ নুনেস।
জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচটিতে পিএসজি জিতলে ফ্রান্সের রাজধানী শহরের মানুষটি উল্লাসে ফেটে পড়বে নিশ্চিতভাবেই, সেজন্যই সতর্কতাস্বরূপ বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ প্রধান।
এই সপ্তাহের শুরুতেই যেমন, গত সোমবার লিভারপুলের শিরোপা উৎসব চলার সময় সমর্থকদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ২৭ জন আহত হন। তেমন কিছুর শঙ্কা থেকেই শহরের বিশেষ বিশেষ কিছু জায়গায় বাড়তি নিরাপত্ত দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন নুনেস।
সম্প্রতি প্যারিসের মানুষও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে। এই মাসের শুরুতে আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পরও, অতি উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসেছিল ক্লাবটির সমর্থকরা। বিভিন্ন আপত্তিকর ঘটনায় জড়িত থাকার দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং একটি গাড়ির ধাক্কায় তিনজন আহত হয়েছিলেন।
প্রথম ইউরোপ সেরা হওয়ার আশায় এই নিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে পিএসজি। তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের অবশ্য তিনবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে।