Published : 12 Jun 2025, 10:51 PM
সব প্রায় ঠিক হয়েই ছিল। আনুষ্ঠানিকতাও দ্রুতই সেরে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের খুঁজে ফেরা দলটি পাঁচ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে নিয়ে এলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়াকে।
ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ মিটিয়ে কুইয়াকে পেয়েছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সামনে সুযোগ আছে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর।
গত বছর ধরে ইউনাইটেড বেশ ভোগান্তির মধ্যে থাকলেও এই ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত কুইয়া।
“সেই ছোট্ট বেলায় ব্রাজিলে দাদির বাড়িতে যখন টিভিতে প্রিমিয়ার লিগ দেখতাম, তখন ইউনাইটেড ছিল আমার প্রিয় ইংলিশ ক্লাব। আর সে সময় আমি এই লাল শার্ট পরার স্বপ্ন দেখতাম।”
“সতীর্থদের জানতে এবং আসন্ন মৌসুমের প্রস্তুতির জন্য প্রাক মৌসুম শুরু করার জন্য আমার তর সইছে না। আমার সব মনোযোগ এখন কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া এবং দলকে শীর্ষে ফেরানোর দিকে।”
২৬ বছর বয়সী কুইয়া উলভারহ্যাম্পটনের হয়ে ৯২ ম্যাচে করেছেন ১৫ গোল। মঙ্গলবার তিনি ব্রাজিলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যেতে সাহায্য করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে গোলের স্থপতি ছিলেন তিনিই।
ইউনাইটেডের গত মৌসুম একদমই ভালো কাটেনি। ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৫তম হয় তারা।