বিশ্বকাপ বাছাই
Published : 07 Jun 2025, 06:40 PM
বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফলতম দল ইতালির সময়টা যাচ্ছেতাই কাটছে। সবশেষ দুই বিশ্বকাপে খেলতে না পারা দলটি এবারের বাছাই পর্ব শুরু করেছে বিধ্বস্ত হয়ে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। চারটি বিশ্বকাপ জেতা দলটিকে ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দেয় প্রতিপক্ষ। নরওয়ের হয়ে জালের দেখা পান আলেকসান্দার সরলথ, আন্তোনিও নুসা ও আর্লিং হলান্ড।
ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি হজম করে ইতালি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ইতালির খেলায় ম্যাচজুড়েই ছিল না কোনো ধার কিংবা দাপট। বলের লড়াইয়ে তারা এগিয়ে ছিল অনেক; ৬৩ শতাংশ সময় বল ছিল তাদের কাছেই। কিন্তু ছিল না তেমন কোনো পরিকল্পনা বা গোছানো আক্রমণ। গোলে ছয়টি শট নিয়ে লক্ষ্যে বল রাখতে পারে তারা স্রেফ একবার। সেটিও ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে।
দলের বিবর্ণ পারফরম্যান্সে একরকম বিরক্ত দোন্নারুম্মা। পিএসজির হয়ে সবশেষ মৌসুমে ট্রেবল জেতা এই গোলরক্ষক বললেন, সমর্থকরা আরও ভালো কিছু আশা করেন তাদের কাছে।
“এই মুহূর্তে আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই। ড্রেসিং রুমে গিয়ে আজকের পারফরম্যান্স নিয়ে আমাদের ভাবতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদের সমর্থকদের এমন খেলা প্রাপ্য নয়।”
“ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ম্যাচগুলো খেলতে হবে, আমাদের নিজেদের আত্ম-মূল্যায়ন করতে হবে।”
নিজেদের গ্রুপে চতুর্থ স্থানে আছে ইতালি। তিন ম্যাচের সবকটি জিতে শীর্ষে নরওয়ে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ এস্তোনিয়া, মালদোভা ও ইসরায়েল।
আগামী সোমবার মালদোভা মুখোমুখি হবে ইতালি।