চ্যাম্পিয়ন্স লিগ
Published : 12 May 2025, 04:32 PM
একদিকে সেরি আ’র শিরোপার হাতছানি, অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। দুই চূড়ায় পৌঁছাতে সীমিত রসদ নিয়ে ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগিকে সতর্ক পায়ে এগোতে হচ্ছে।
সেরি আ’য় রোববার তোরিনোর বিপক্ষে ম্যাচে তাই নিয়মিতদের অনেককেই খেলাননি ইনজাগি। স্ট্রাইকার ও অধিনায়ক লাউতারো মার্তিনেস, গোলকিপার ইয়ান সমের, মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসিকে রাখেননি শুরুর একাদশে। ম্যাচটি ২-০ গোলে জিতে লিগের আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার।
লিগের বাকি আর দুই রাউন্ডের খেলা। এ মুহূর্তে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের সম্ভাবনাও আছে বেশ। আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি।
মৌসুমের শেষ পথে এসে তাই খেলোয়াড়দের নিয়ে অহেতুক ঝুঁকি নিতে রাজি নন ইনজাগি। তাদের প্রাণশক্তি সঞ্চয় করে রাখতে, দলে ভারসাম্য রাখতে তাই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন দলকে। স্কাই স্পোর্টস ইতালিয়ার সঙ্গে আলাপচারিতায় ইন্টার কোচ বুঝিয়ে দিয়েছেন পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে।
“একটা লম্বা এবং কঠিন মৌসুমের (শেষ দিকে এসে) কিছু খেলোয়াড়কে আমার একটু বিশ্রাম দেওয়া দরকার। আজ (তোরিনোর বিপক্ষে) যারা অনুপস্থিত ছিল, আমি মনে করি না, লাৎসিওর বিপক্ষে পরের ম্যাচে তারা খেলবে। তবে কোমোর বিপক্ষে লিগের শেষ ম্যাচে আমারা তাদের দেখব।”
“লোকে বলে, ইন্টারের স্কোয়াড ছোট। আমাদের তো পিএসজি, ম্যানচেস্টার সিটি বা বায়ার্ন মিউনিখের মতো বাজেট নেই। তাই আমাদের সাংগঠনিকভাবে আরও ভালো হওয়া প্রয়োজন। তবে এই হৃদয় দিয়ে আমরা সবার বিপক্ষেই লড়তে পারি।”