Published : 13 Jun 2025, 03:25 PM
এমন বিবর্ণ মৌসুম আর কাটেনি পেপ গুয়ার্দিওলার! প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ, এফএ কাপ- কোন আসরে এবার সাফল্যের গল্প লিখতে পারেনি ম্যানচেস্টার সিটি। তারপরও ক্লাব কর্তৃপক্ষ আস্থা রেখেছে গুয়ার্দিওলার উপর। এ নিয়ে বলতে গিয়ে পেশাদার ফুটবলের রূঢ় দিক তুলে ধরলেন সিটি কোচ। বললেন, এমন যাচ্ছেতাই মৌসুম বার্সেলোনা বা রেয়াল মাদ্রিদে কাটালে নিশ্চিতভাবেই তাকে ছাঁটাই করা হতো।
গুয়ার্দিওলা যে বাড়িয়ে বলেননি, সেটা বোঝাতে কার্লো আনচেলত্তির উদাহরণও টেনেছেন তিনি। রেয়ালে মৌসুমটা ভালো কাটেনি বলে অনেক সাফল্য এনে দেওয়া এই অভিজ্ঞ কোচকেও পথ মাপতে হয়েছে। এই ইতালিয়ান কোচ এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে।
সিটিতে ডাগআউটে গুয়ার্দিওলার টিকে যাওয়াটা তাই বিস্ময়ের। দলটির দায়িত্ব নেওয়ার পর ২০২৪-২৫ মৌসুম সবচেয়ে বাজে কেটেছে তার। লিগ টেবিলে সিটি তৃতীয় স্থানে থেকে, জয়ী লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে তাদের বিদায়ঘণ্টা বেজেছে আগেভাগে। এফএ কাপ জয়ের আশা ছিল, কিন্তু ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে ভেস্তে সে আশাও।
সিটিকে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা এনে দেওয়া গুয়ার্দিওলা গত মৌসুমে অক্টোবরের শেষ দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি গেছেন ভীষণ দুঃসময়ের মধ্য দিয়ে। ওই সময়ে ১৩ ম্যাচের মধ্যে ৯টিতে হেরে দিকহারা হয়ে যায় দলটি। তবে, এমন ব্যর্থতার পরও গত নভেম্বরেই এই স্প্যানিশ কোচের সাথে নতুন চুক্তি সেরে নেয় ক্লাব কর্তৃপক্ষ।
এ নিয়ে ডিএজেডএন-এর সাথে আলাপচারিতায় গুয়ার্দিওলা বললেন, সিটিতে গত মৌসুমটা তার যেমন কেটেছে, স্পেনে এমন হলে তার ভবিষ্যৎ পরিণতি হতো ভিন্নরকম।
“বছরটা আমরা যেভাবে কাটালাম, এটা যদি স্পেনে হতো, আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরে দায়িত্বে থাকতাম না। যদি এটা বার্সেলোনা বা রেয়াল মাদ্রিদে হতো, তাহলে তারা আমাকে বহিস্কার করত। কিন্তু এখানে এটা নিয়ে একটা প্রশ্নও ওঠেনি। (সাফল্য পেতে) আপনাকে আরেকটু ধৈর্য্যশীল হতে হবে।”
“কার্লো আনচেলত্তির বিষয়টা দেখুন। তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতিয়েছেন রেয়ালকে, কিন্তু এখন তিনি ব্রাজিলের কোচ।”
আনচেলত্তির শূন্যস্থান রেয়াল পূরণ করেছে তাদেরই সাবেক খেলোয়াড় শাবি আলোন্সোকে দিয়ে। গুয়ার্দিওলার মতো আলোন্সোও নতুন অভিযানে নামবেন শনিবার শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ দিয়ে।