অস্ট্রেলিয়ান ওপেন
Published : 20 Jan 2025, 05:51 PM
নোভাক জোকোভিচ ও তার সমর্থকদের উদ্দেশ্যে ‘আপত্তিকর মন্তব্য’ করায় তোপের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার টনি জোন্স। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সার্ব তারকার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল নাইন। শুক্রবার টিভিতে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন প্রসঙ্গে জোন্স বলে বসেন, জোকোভিচকে ‘অতিরিক্ত মূল্যায়ন’ করা হয় এবং তার ‘সময় ফুরিয়ে গেছে।’
খুব স্বাভাবিকেভাবেই সেটাকে ভালোভাবে নেননি জোকোভিচ। ক্ষুব্ধ হয়ে রোববার তিনি চতুর্থ রাউন্ডে ২৪তম বাছাই চেক রিপাবলিকের লেহেচকার বিপক্ষে জয়ের পর কোর্টে সাক্ষাৎকার দেননি।
পরে এক সংবাদ সম্মেলনে এর কারণ ব্যখ্যা করে জোকোভিচ বলেন, “জোন্স সার্বিয়ান সমর্থকদের উপহাস করেছে এবং আমাকে নিয়ে অপমানজনক ও আক্রমণাত্মক মন্তব্য করেছে।“
পরদিন সোমবার চ্যানেলে এক সাক্ষাৎকারে জোন্স তার ভুল স্বীকার করেন। দাবি করেন, কেবল ‘মজা করেই’ ওই কথা বলেছিলেন তিনি। জোকোভিচ ও তার দলের সবার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমাও চান তিনি।
“বিষয়টি এই পর্যন্ত গড়ানোয় আমি হতাশ, কারণ শুক্রবার রাতের খবরে বলা ওই মন্তব্যগুলো নিছকই মজা করে বলেছিলাম আমি, যেটা আমার কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
“যাহোক, শনিবার সকালেই আমাকে টেনিস অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, আমার মন্তব্যগুলোয় জোকোভিচের দলের কেউ খুশি নয়। সঙ্গে সঙ্গে আমি জোকোভিচের দলের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছি…বুঝতে পেরেছি, সার্বিয়ান সমর্থকদের হতাশ করেছি।”
অপ্রীতিকর বিষয়টি হয়তো এখানেই শেষ হচ্ছে। টেনিস অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ভুলে সামনে এগিয়ে যেতে চান জোকোভিচ।
রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে দারুণভাবে ছুটে চলেছেন। আগামী মঙ্গলবার শেষ আটের লড়াইয়ে স্পেনের তারকা কার্লোস আলকারাসের মুখোমুখি হবেন ৩৭ বছর বয়সী তারকা।
এবার এখানে জিতলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও একার করে নেবেন জোকোভিচ।