স্প্যানিশ ফুটবল
Published : 14 May 2025, 07:44 PM
ইনিগো মার্তিনেসের নিষেধাজ্ঞায় বার্সেলোনা একাদশে একটি পরিবর্তন অনিবার্য, কে খেলবেন অভিজ্ঞ এই ডিফেন্ডারের জায়গায়? এই প্রসঙ্গে বলতে গিয়েই ভক্তদের তোপের মুখে থাকা রোনাল্দ আরাউহোর পাশে দাঁড়ালেন হান্সি ফ্লিক। বললেন, ম্যাচে কোনো ভুলের জন্য কোনো খেলোয়াড়কে কাঠগড়ায় তুলতে চান না তিনি।
লা লিগায় বৃহস্পতিবার এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। বুধবার রেয়াল জিততে না পারলে এই ম্যাচে নামার আগেই শিরোপা জিতে যাবে তারা। সেটা না হলেও এস্পনিওলের বিপক্ষে জিতলেই লক্ষ্য পূরণ হবে ফ্লিকদের।
এমনিতে ম্যাচের আগের দিন একাদশ সম্পর্কে একটা ধারণা দেন বার্সেলোনা কোচ। সম্ভাব্য কয়েকজনের নাম বলে দেন তিনি। এবার একাদশ নিয়ে একেবারেই চুপ। পোস্টে কে থাকবে, আক্রমণভাগে শুরু থেকে রবের্ত লেভানদোভস্কি ফিরবেন কী না, এ নিয়ে মুখ খোলেননি তিনি।
আরাউহোকে নিয়ে সরাসরি প্রশ্নে একটু বিস্তারিতই বললেন ফ্লিক, জানালেন যে কোনো পরিস্থিতিতে নিজের খেলোয়াড়দের পাশে থাকবেন তিনি।
“ইনিগোর জায়গায় খেলানোর জন্য আমার হাতে তিনটি বিকল্প আছে, এদের মধ্যে আছে এরিকও (গার্সিয়া)। (আন্দ্রেয়াস) ক্রিস্টেনসেন, আরাউহো আছে… আন্দ্রেয়াস দারুণ একজন খেলোয়াড়। আমি মনে করি, সে ভালো করছে। সে দারুণ এবং আমাদের হয়ে খুব ভালো করছে।”
“মিলানে রোনাল্দের সঙ্গে যা হয়েছে, আমার মোটেও ভালো লাগেনি। আমি সবসময়ই আমার খেলোয়াড়দের রক্ষা করি। আমরা সবাই ভুল করি, সেই ম্যাচে আমরা সবাই সেটা করেছি। ওদেরকে রক্ষা করতে হবে আমাদের। আমরা সবকিছু নিয়েই কথা বলেছি, মাঠে আমরা যারা কাজ করি তারা সবাই এই পরিস্থিতিতে কখনও না কখনও ছিলাম। এসব ভালোভাবে সামাল দিতে হবে। জানতে হবে, কীভাবে এই পরিস্থিতি সামাল দিতে হয় এবং আমার তাকে রক্ষা করতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ৪-৩ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। ভক্তদের অনেকে ইন্টারের চতুর্থ গোলের জন্য আরাউহোকে দায়ী করেন। রেয়াল মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচে খেলেননি উরুগুয়ের এই ডিফেন্ডার। অবশ্য এতে ভূমিকা থাকতে পারে রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে বেঞ্চে থেকেই হলুদ কার্ড দেখার।