আন্তর্জাতিক ফুটবল
Published : 03 Jun 2025, 07:32 PM
রবের্তো মার্তিনেস কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে খারাপ করছে না পর্তুগাল। ২০২৪ ইউরোর বাছাইপর্বের সব ম্যাচ জয়ের পর মূল পর্বে কোয়ার্টার-ফাইনালে খেলা দলটি উঠে গেছে নেশন্স লিগের শেষ চারে। তারপরও মার্তিনেসকে নিয়ে সমালোচনার অভাব নেই। এতে কিছুটা বিরক্ত এই স্প্যানিশ কোচ। তবে এসব নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে তিনি মনোযোগ দিচ্ছেন সামনের প্রতিটি প্রতিযোগিতায় শিরোপা জয়ের দিকে।
২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের দায়িত্ব নেন মার্তিনেস। তার কোচিংয়ে ২০২৪ ইউরোর বাছাইপর্বে ১০ ম্যাচের সবকটিতে জেতে পর্তুগিজরা। মূল পর্বের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেসদের।
নেশন্স লিগের সেমি-ফাইনালে বুধবার জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। তার আগে স্পোর্ত টিভি পর্তুগালকে দেওয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে সমালোচনায় বিরক্তি প্রকাশ করেন মার্তিনেস।
“জাতীয় দল সকলের, একসঙ্গে আমরা আরও বেশি শক্তিশালী। ২০২৪ ইউরো বাছাইপর্বে, আমি ১০টি ম্যাচের ১০টিই জিতেছি এবং সমালোচনার শিকার হয়েছি।”
“জাতীয় দলকে ঘিরে যেসব আলোচনা চলছে, তাতে মনোযোগ দেওয়ার মানে আমি আমার কাজ করছি না। আমি জানি, আমার কাজ সকলের মতামতের জন্য উন্মুক্ত।”
পর্তুগালের গণমাধ্যমের খবর, রোনালদো-ফের্নান্দেসদের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে মার্তিনেসকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দেবে দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি নেশন্স লিগ জিতলেও নাকি মার্তিনেস কোচের পদ ধরে রাখতে পারবেন না।
তবে পর্তুগালের দায়িত্বে ২৮ ম্যাচের ২০টিতে জেতা ৫১ বছর বয়সী মার্তিনেস নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন।
“আমার মনোযোগ আমার সর্বোচ্চটা দেওয়ার, সবোর্চ্চ নিবেদন দিয়ে কাজ করার দিকে। আন্তর্জাতিক ফুটবলের কোচিংয়ে আমার ১০ বছরের অভিজ্ঞতা আছে। আমার লক্ষ্য প্রতিটি প্রতিযোগিতা জেতা। লক্ষ্য বিশ্বকাপ জেতা।”
আপাতত মার্তিনেসের সব মনোযোগ নেশন্স লিগে।
“এটা বিশেষ মুহূর্ত। বিশ্বকাপের প্রস্তুতির জন্য জার্মানি দারুণ প্রতিপক্ষ। সকল সেমি-ফাইনালিস্টের (জার্মানি, স্পেন, ফ্রান্স) মতোই আমাদের একইরকম প্রতিভা আছে।”
শেষ চারে জার্মানিকে হারাতে পারলে ফাইনালে স্পেন অথবা ফ্রান্সের বিপক্ষে খেলবে নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।