ইংলিশ ফুটবল
Published : 07 Jun 2025, 08:34 PM
আর্সেনাল ছেড়ে নতুন ঠিকানায় যোগ দিয়েছেন জর্জিনিয়ো। আগামী মাসের ক্লাব বিশ্বকাপে খেলার আশায় ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর সঙ্গে চুক্তি করেছেন ইতালিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।
আর্সেনালের সঙ্গে চলতি মাসের শেষ পর্যন্ত চুক্তি ছিল জর্জিনিয়োর। এর আগেই পারস্পরিক সমঝোতায় শেষ হয়ে গেল ইংলিশ ক্লাবটির সঙ্গে তার পথচলা।
জর্জিনিয়োর দলবদলের কথা শনিবার নিশ্চিত করেছে তার পুরনো ও নতুন ক্লাব। ফ্ল্যামেঙ্গোর সঙ্গে আগামী ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
আগামী ১৪ জুন ৩২ দলের অংশগ্রহণে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টে নেই আর্সেনাল।
২০২৩ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দেন জর্জিনিয়ো। গানারদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৮ ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে সবশেষ প্রিমিয়ার লিগ শেষ করেছে আর্সেনাল।
ক্লাব বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর পথচলা শুরু হবে আগামী ১৬ জুন, প্রতিপক্ষ তিউনিসিয়ার ক্লাব এস তুনিস।
একজন ফুটবলারকে হারালেও আরেকজনের সঙ্গে নতুন চুক্তি করতে পেরেছে আর্সেনাল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসকে আগামী ২০২৯ সালে পর্যন্ত পাবে তারা।
২০২০ সালে আর্সেনালে যোগ দেন ২৭ বছর বয়সী গ্যাব্রিয়েল। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২১০ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি। আর্সেনালের ডিফেন্ডারদের মধ্যে যা সর্বোচ্চ।