Published : 18 Jun 2025, 10:23 AM
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপেকে নাও পেতে পারে রেয়াল মাদ্রিদ। কোচ শাবি আলোন্সো অবশ্য জানিয়েছেন, দলের মূল ফরোয়ার্ডের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার রেয়াল মাদ্রিদ শুরু করবে ক্লাব বিশ্বকাপ অভিযান। জ্বরের কারণে ম্যাচের আগের দিন অনুশীলনে থাকতে পারেননি এমবাপে।
পরে সংবাদ সম্মেলনে কোচ আলোন্সো জানান, প্রথম ম্যাচে এমবাপেকে পাওয়ার আশা ছাড়েননি তিনি।
“আজকে সকালে কিলিয়ানের অবস্থার একটু উন্নতি হয়েছে। তবে পুরোপুরি ফিট ছিল না। এজন্য আমাদের মনে হয়েছে, আজকে তার ট্রেনিংয়ে না আসাই ভালো। দেখা যাক, সবকিছু কীভাবে এগোয় এবং আমরা সিদ্ধান্ত নেব শেষ মুহূর্তে।”
রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোলের রেকর্ড গড়েছেন এমবাপে। জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। তাকে না পেলে দলের জন্য হবে বড় ধাক্কা।
একাদশ নির্বাচন নিয়েও তখন বেশ মাথা ঘামাতে হবে আলোন্সোকে। এমবাপের বদলে খেলতে পারতেন যিনি, সেই এন্দ্রিক দলের সঙ্গেই নেই চোটের কারণে। এমবাপে না থাকলে তাই কৌশলও বদলাতে হবে কোচকে।
চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন আন্টোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা, এদের মিলিতাও ও দানি কার্ভাহাল। তাদের অবস্থাও জানিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ।
“ওরা সবাই ভিন্ন ভিন্ন পর্যায়ে আছে। গত মৌসুমে রুডিগার নিজেকে উজাড় করে দিয়েছে। সেরে ওঠার পথেও ভালো অবস্থায় আছে সে। সবার আগে মাঠে ফিরবে সে। যদিও জানি না, তাকে এখনই স্কোয়াডে নেব কি না।”
“অন্যদের নিয়ে আমরা আরেকটু ধীরস্থির থাকতে চাই। কামাভিঙ্গা আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি করছে। কার্ভাহাল ও মিলিতাওয়ের সময় লাগবে আরও কিছুটা।”
চোট ও ফর্মহীনতা মিলিয়ে এই মৌসুমে রক্ষণভাগের কারণে চরমভাবে ভুগতে হয়েছে রেয়াল মাদ্রিদকে। তবে সম্প্রতি তারা দলে যোগ করেছে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ডিন হাউসেনকে। প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে দুজনকেই।
আল-হিলালের বিপক্ষে রেয়ালের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়।