স্প্যানিশ ফুটবল
Published : 12 May 2025, 07:40 PM
বেশ কিছুদিন ধরে চলছে গুঞ্জন, রেয়াল মাদ্রিদের ডাগআউট ছাড়তে হবে কার্লো আনচেলত্তিকে, সেখানে দাঁড়াবেন শাবি আলোন্সো। সবশেষ ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে হারে সে গুঞ্জন পেয়েছে বাড়তি মাত্রা। স্পেনের গণমাধ্যমগুলো নানা সুত্রের বরাতে জানিয়েছে, রেয়ালে আনচেলত্তির উত্তরসুরি হতে যাচ্ছেন আলোন্সোই।
কবে নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, তা নিয়েও তথ্য এসেছে গণমাধ্যমে। এ মাসের শেষের দিকে লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে ঘোষণাটি আসতে পারে বলে সোমবারের প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি মৌসুম শেষে বায়ার লেভারকুজেন থেকে তিন বছরের চুক্তিতে রেয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন আলোন্সো। এরই মধ্যে মৌসুম শেষে জার্মান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
সান্তিয়াগো বের্নাবেউ থেকে আনচেলত্তির সম্ভাব্য বিদায় ও আলোন্সোর আগমণ নিয়ে কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। সকারের সুত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের জন্য আনচেলত্তিকে চাইছে ব্রাজিল। দরিভাল জুনিয়রের বিদায়ে ব্রাজিলের কোচের পদটি ফাঁকা রয়েছে বর্তমানে।
রেয়ালের সাথে অবশ্য আনচেলত্তির চুক্তির মেয়াদ বাকি আরও এক বছর। তবে সুত্রগুলো জানিয়েছে, রেয়ালের বাজে মৌসুম কাটানো, ব্রাজিলের কোচ হওয়ার প্রতি আনচেলত্তির আগ্রহের কারণে সমঝোতার পথ হচ্ছে প্রশস্ত।
একাধিক গণমাধ্যম এ মাসের শুরুর দিকে জানিয়েছিল, লেভারকুজেনকে ডাবল জেতানো আলোন্সো আগামী ক্লাব বিশ্বকাপের আগেই রেয়ালের হাল ধরতে পারেন। আসরটি যুক্তরাষ্ট্রে ১৪ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
ক্লাব ক্যারিয়ারে রেয়াল, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলা আলোন্সো ২০২২ সালে লেভারকুজেনের দায়িত্ব নেন। গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের অধিপত্য গুঁড়িয়ে দলটির প্রথমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা জয়ের কারিগর তিনি। এছাড়া তার হাত ধরে লেভারকুজেনের অর্জনের শোকেসে উঠেছে একটি করে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ।
দারুণ সাফল্যে পাওয়া আলোন্সোকে অবশ্য এরই মধ্যে রেয়ালে আগাম স্বাগত জানিয়েছেন আনচেলত্তি। দুঃসময়ের মধ্যে থাকা এই ইতালিয়ান কোচের ভবিষ্যৎ আরও নড়বড়ে হয়ে যায় রোববারের ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-৩ গোলে হারের পর।
২০২১ সালের জুনে দ্বিতীয় দফায় রেয়ালের ডাগআউটে ফিরেন আনচেলত্তি। এই ৬৫ বছর বয়সী কোচের অধীনে এই পর্বে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতে রেয়াল।
মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া কোচদের একজনও আনচেলত্তি। এ পর্যন্ত তার হাত ধরে রেয়ালের প্রাপ্তির শোকেসে ঠাঁই পেয়েছে সব মিলিয়ে ১৫টি ট্রফি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জেতা প্রথম কোচও তিনি।
কিন্তু চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রেয়ালের, আনচেলত্তিরও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বেজেছে আগেই। কোপা দেল রের ফাইনালেও আশা জাগিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে ৩-২ গোলের হারের তেতো স্বাদ পেতে হয় তাদের।
লা লিগার চলতি মৌসুমের শিরোপা আশাও বলতে গেলে ক্লাসিকোর হারের পর শেষ হয়ে গেছে রেয়ালের। বার্সেলোনার চেয়ে এ মুহূর্তে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। আগামী বুধবার মায়োর্কার বিপক্ষে রেয়াল যদি জিততে ব্যর্থ হয়, তাহলে লিগ ট্রফি নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।
এর বাইরেও বার্সেলোনার জন্য খোলা আছে পথ। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ আছে তাদের। এ ম্যাচ জিতলেই চলবে, শিরোপা উৎসব করতে সেক্ষেত্রে রেয়াল-মায়োর্কা ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে না কাতালুনিয়ার দলটিকে।
লিগ নিষ্পত্তির এই ডামাডোলের মধ্যে আনচেলত্তির ভবিষ্যৎও নির্ধারিত হয়ে যাবে বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যম। ধারনা করা হচ্ছে, আগামী ২৫ মে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে চলতি লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামার আগে কোচের পদে সম্ভাব্য পরিবর্তনের ঘোষণা দিতে পারে রেয়াল। দলটিতে চারটি দারুণ বছর কাটানো আনচেলত্তিও পেয়ে যাবেন বিদায়ী শুভেচ্ছা।