বাফুফে
Published : 14 Jun 2025, 03:19 PM
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে হারের রেশ এখনও কাটেনি, এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁটাছেঁড়া চলছে, এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যেও যে হতাশা-ক্ষোভ জমেছে, তার উদগীরণ দেখা গেছে। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটিরই এক সদস্য প্রকাশ্যে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাইলেন!
রাজধানীর একটি ক্লাবে শনিবার ‘মিট দ্য প্রেস’ আয়োজন করে বাফুফে। সংস্থাটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা গণমাধ্যমের সামনে তুলে ধরতে এই আয়োজন। কিন্তু সেখানে আলোচনার জন্ম দেয় নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনের বক্তব্য।
“আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।”
ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারে বাংলাদেশ। হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী খেলোয়াড় থাকার পরও ঘরের মাঠের হারে কাবরেরার উপর ক্ষোভ, হতাশা অনেকে উগরে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই স্প্যানিশ কোচের পদত্যাগের জোরাল দাবি ফুটবল সমর্থকগোষ্ঠীদের পক্ষ থেকে প্রায়ই করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক ফুটবলারদের অনেকে সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার কৌশলের সমালোচনাও করেছেন।
ইংল্যান্ড, কানাডা, ইতালি প্রবাসীরা আসায় দলের মান বাড়ায় তাদের পরিচালনা ও দিকনির্দেশনার জন্য আরও মানসম্পন্ন কোচের দাবিও উঠছে জোরেশোরে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড পর্যন্ত চুক্তি আছে কাবরেরার।
নির্বাহী সদস্য শাখাওয়াত অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে বলতে এসে কাবরেরার পদত্যাগ চাওয়ায় স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। প্রক্রিয়া অনুযায়ী কোচের পারফরম্যান্সের ‘অ্যাসেসমেন্ট ও রিভিউ’ হবে উল্লেখ করে তিনি বলেছেন, “এটা নিয়ে আমরা আভ্যন্তরীণ আলোচনা করব।”