স্প্যানিশ ফুতব
Published : 31 May 2025, 09:10 PM
বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল রেয়াল মাদ্রিদ। টানা চতুর্থ বছর এই স্বীকৃতি পেল ইউরোপের সফলতম ক্লাবটি।
রেয়াল মাদ্রিদকে ৬৬০ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করে তালিকাটি শুক্রবার প্রকাশ করে ফোর্বস সাময়িকী ।
প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করার রেকর্ড গড়েছে রেয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১১৩ কোটি ডলার আয় করেছে স্প্যানিশ ক্লাবটি। ফোর্বস তাদের বিবৃতিতে এটিও উল্লেখ করেছে।
সব ধরনের খেলাধুলা মিলিয়েই বছরে ১০০ কোটি ডলার আয় করা ইতিহাসের দ্বিতীয় ক্লাব রেয়াল। এই কীর্তি গড়া অন্য ক্লাবটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের ডালাস কাউবয়।
ফোর্বসের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিকেও প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করেছে তারা। ব্যর্থতায় ভরা ২০২৩-২৪ মৌসুমে অষ্টম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করলেও সেবার ইউনাইটেডের আয় হয়েছে প্রায় ৮৩ কোটি ৪০ লাখ ডলার।
রেয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মূল্য ধরা হয়েছে ৫৬৫ কোটি ডলার। তালিকায় তৃতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।
ফোর্বসের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাবের তালিকায় প্রিমিয়ার লিগের আছে ৬টি। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার ও চেলসি। তালিকায় আরও আছে জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি।