Published : 04 Jun 2025, 07:34 PM
দলের মূল দুই গোলরক্ষকের বয়স পেরিয়েছে ৩৩ বছর। নতুন মৌসুম শুরুর আগে তাই গোলবারের নিচে শক্তি বাড়াচ্ছে বার্সেলোনা। এস্পানিওলের গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে টানছে তারা।
গার্সিয়ার সঙ্গে সব কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বার্সেলোনার। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ২৪ বছর বয়সী গোলরক্ষকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সারবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, গার্সিয়াকে নিয়ে এরই মধ্যে বার্সেলোনার বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এস্পানিওল। তাই বাইআউট ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো মিটিয়েই গার্সিয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে করবে কাতালান ক্লাবটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার শুরুর একাদশে থাকার নিশ্চয়তা নিয়েই নতুন মৌসুমের জন্য দলবদলে রাজি হয়েছেন গার্সিয়া।
গত মৌসুমের শুরুতে বার্সেলোনার অধিনায়ক ও প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলে ভয়চেখ স্ট্যান্সনিকে দলে টানে বার্সেলোনা। আরেক গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে পেছনে ফেলে অবসর ভেঙে ফেরা এই পোলিশ গোলরক্ষকই হয়ে ওঠেন কোচের প্রথম পছন্দ।
এই জুনেই শেষ হচ্ছে স্ট্যান্সনির চুক্তির মেয়াদ। তবে তিনি নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর।
হান্সি ফ্লিকের কোচিংয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে তিনটি শিরোপা জেতে বার্সেলোনা।