ইংলিশ ফুটবল
Published : 09 May 2025, 05:29 PM
পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম কাটছে ম্যানচেস্টার সিটির। নিজেদের হতাশাজনক পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত দিতে চান না আর্লিং হলান্ড। এই তারকার স্পষ্ট কথা, তিনি ও তার সতীর্থরা যথেষ্ট ভালো করছেন না। সাফল্যের জন্য যতটা ক্ষুধার্ত তাদের থাকার কথা ছিল, তা তারা ছিলেন না বলে মনে করেন নরওয়ের স্ট্রাইকার।
গত চার মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির এবার শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায় অনেক আগেই। চার ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল।
নতুন আঙ্গিকের চাম্পিয়ন্স লিগে এবার শেষ ষোলোতেই উঠতে পারেনি সিটি। রেয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই হেরে প্লে-অফ থেকে বিদায় নেয় গুয়ার্দিওলার দল। লিগ কাপে তাদের পথচলা থামে চতুর্থ রাউন্ডে। তাদের একমাত্র শিরোপা জয়ের আশা বেঁচে আছে কেবল এফএ কাপে।
মৌসুমজুড়ে চোটও বেশ ভুগিয়েছে সিটিকে। ব্যালন দ’অর জয়ী রদ্রিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়দের মৌসুমের বড় একটা অংশে তারা পায়নি।
তবে এসবকে অজুহাত হিসেবে দেখাতে চান না হলান্ড। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী ফুটবলার দায় দিলেন নিজেদেরকেই।
“অবশ্যই অজুহাত খুঁজতে পারেন, চোটাঘাত, খারাপ সময়ে অনেক চোটের আঘাতের কথা বলতে পারেন; কিন্তু আসল কথা হলো আমরা যথেষ্ট ভালো পারফর্ম করছি না।”
“আমাদের ভেতরে ক্ষুধা পুরোপুরি ছিল না। আমি যথেষ্ট ভালো খেলিনি। আমি দলকে যথেষ্ট সাহায্য করতে পারিনি। আমরা যথেষ্ট ভালো ছিলাম না।”
সিটিতে নিজের প্রথম দুই মৌসুমের মতো এবার অতটা ভালো করতে পারেননি হলান্ড। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫৩ ম্যাচে গোল করেন ৫২টি, পরের মৌসুমে ৪৫ ম্যাচে ৩৮টি। এবার সেখানে ৪০ ম্যাচে গোল ৩০টি।
মার্চে বোর্নমাউথের বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে গত মাসের পুরোটা বাইরে কাটানো এই তারকা সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। ১৭ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের ফাইনাল সামনে রেখে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে লড়ছে সিটি। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট করে কম নিয়ে পরের দুটি স্থানে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি।