Published : 18 Jun 2022, 09:16 PM
ওসাকা এই চোট পান মাদ্রিদে। যে কারণে রোমে ডব্লিউটিএ ১০০০ ইভেন্টে খেলতে পারেননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে দেওয়া ভিডিও বার্তায় ওসাকা গোড়ালিতে অস্বস্তি বোধ করার কথা জানান। আর শনিবার জানিয়ে দিলেন, চোটে আক্রান্ত হওয়ার কথা।
“আমার গোড়ালি এখনও ঠিক হয়নি। তাই (উইম্বলডনে) আগামীবার দেখা হবে।”
অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে দুবার করে এককে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা সবশেষ গত ফরাসি ওপেন থেকে বিদায় নেন প্রথম রাউন্ডেই।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন শুরু হবে আগামী ২৭ জুন।