বিশ্বকাপ বাছাই
Published : 06 Jun 2025, 08:21 PM
ব্রাজিলের ডাগআউটে অভিষেকটা ভালো হয়নি কার্লো আনচেলত্তির। বিবর্ণ ফুটবলে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সের পেছনে প্রতিপক্ষের মাঠকে দায়ী করেছেন সেলেসাওদের নতুন কোচ।
অনেক চেষ্টার পর গত মাসের শেষ দিকে কোচ হিসেবে আনচেলত্তিকে নিয়োগ দেয় ব্রাজিল। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর দলের সঙ্গে কাজ করার খুব বেশি সময় পাননি তিনি। কয়েক দিনের অনুশীলনের পরই তাকে লড়তে হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।
আনচেলত্তির প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করে ব্রাজিল। শুক্রবার লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে পুরোটা সময়ই তারা ছিল ম্যাচের দ্বিতীয় সেরা দল।
বল দখল, আক্রমণ; সব দিকেই তাদের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচ শেষে ব্রাজিলের এমন ধারহীন ফুটবলের জন্য একুয়েডরের মাঠের দিকে আঙুল তোলেন রেয়াল মাদ্রিদের সফলতম কোচ আনচেলত্তি।
“মাঠের কন্ডিশনের কারণে পেছন (রক্ষণ) থেকে কৌশলপূর্ণ খেলা শুরু করাটা বেশ কঠিন ছিল। বলের নিয়ন্ত্রণ রাখাও কঠিন ছিল। আমরা দুটি ভালো সুযোগ পেয়েছিলাম, ভিনিসিউস জুনিয়র একটি (প্রথমার্ধে), আরেকটি দ্বিতীয়ার্ধে কাসেমিরো।”
“এটা ঠিক, আক্রমণে আমরা আরও ভালো করতে পারতাম, তবে প্রতিপক্ষের শক্তির কথাও ভাবতে হবে। একুয়েডর খুব ভালো খেলেছে, যেমনটা আমরা খেলেছি... এখানে আসার যাত্রাটা অনেক লম্বা ছিল, যা কিছুটা ক্লান্ত করে দেয়।”
এই ম্যাচটি খেলেননি রাফিনিয়া। প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে পাবে ব্রাজিল। আনচেলত্তির আশা, রাফিনিয়ার অন্তর্ভুক্তি তার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়িয়ে দেবে।
“অবশ্যই উন্নতির জায়গা আছে... আমি নিশ্চিত আমরা আক্রমণেও উন্নতি করতে পারব। কারণ আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একজনকে পাইনি। সে হলো রাফিনিয়া, যে দলে ফিরবে।”
“আমি মনে করি, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অন্যরকম হবে। কারণ ম্যাচ নিয়ন্ত্রণের আরও সুযোগ পাব। আরও তীব্রতার সঙ্গে গতিময় ফুটবল খেলতে হবে। আমার মনে হয়, খেলোয়াড়দের মান অনেক ভালো। তাই কাজ করার জন্য যথেষ্ট সময় না পেলেও আমাদের সম্ভাবনা রয়েছে।”
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শীর্ষ ৬ দল পাবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। ১৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
আগামী বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে আনচেলত্তির দল।