ক্লাব বিশ্বকাপ
Published : 12 Jun 2025, 03:15 PM
ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ২৭ জনের দল দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। সেখানে তিনি রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে। দলে নতুন যুক্ত হওয়া রেয়ান এইত-নুরি, রেয়ান চেরকি ও টিজানি রেইডার্সকে রেখেছেন স্প্যানিশ কোচ।
বিভিন্ন সূত্রের বরাতে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, এভারটনের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের দল ছাড়াও আরও অনেকে গ্রিলিশকে পেতে আগ্রহী। এছাড়া ইংল্যান্ডের বাইরেও অনেক ক্লাব ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে টানতে চাইছে। এ নিয়ে অবশ্য কোনো পক্ষ এখনও পৌঁছাতে পারেনি সমঝোতায়।
লিগ মৌসুমের শেষ দিনে ফুলহ্যামের বিপক্ষে সিটির জেতা ম্যাচের পর গুয়ার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন, নতুন মৌসুমে মূল দলে নিয়মিত হওয়ার জন্য নতুন ঠিকানায় যেতে পারেন গ্রিলিশ। ক্লাব বিশ্বকাপের দলে তার না থাকার অর্থটা দাঁড়াচ্ছে, গ্রিলিশের ইতিহাদের আঙিনা ছাড়া যে ইঙ্গিত গুয়ার্দিওলা দিয়েছিলেন, সেটাই সত্যি হতে যাচ্ছে।
আগামী ১৮ জুন ফিলাডেলফিয়ায় মরোক্কোর দল ওয়াইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করবে সিটি। এই অভিযানে গুয়ার্দিওলার সঙ্গী হতে পারেননি কাইল ওয়াকারও। সিটির সাথে চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও এই ডিফেন্ডার গত জানুয়ারিতে ধারে বাকি মৌসুমের জন্য এসি মিলানে চলে যান।