স্প্যানিশ ফুটবল
Published : 07 Jun 2025, 07:58 PM
এবারের ব্যালন দ’রের লড়াই দারুণ জমে উঠেছে। কেউ কেউ বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের হাতে দেখছেন ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতির এই স্মারক। কারো কারো চোখে পিএসজির হয়ে সাফল্যে মোড়ানো মৌসুম কাটানো উসমান দেম্বেলে এই পুরস্কারের দাবিদার। কিলিয়ান এমবাপে বেছে নিয়েছেন স্বদেশি দেম্বেলেকে।
এ বছরের ব্যালন দ’র বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী সেপ্টেম্বরে। বর্ষসেরা ফুটবলারের সম্মানজনক পুরস্কারটির লড়াইয়ে ইয়ামাল ও দেম্বেলেকে সবচেয়ে এগিয়ে। দুজনেরই দারুণ সময় কাটছে ফুটবলের আঙিনায়। দলীয় সাফল্যে, ব্যক্তিগত নৈপুণ্যে দুজনেই যাচ্ছেন সুসময়ের মধ্য দিয়ে।
বার্সেলোনার জার্সিতে ইয়ামাল জিতেছেন লা লিগা, কোপা দেল রের ও স্প্যানিশ সুপার কাপ। নেশন্স লিগেও স্পেনের জার্সিতে আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনা ছুটছিল দারুণ ছন্দে; কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগের অবিশ্বাস্য লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যায় দলটি।
দ্যুতিময় দেম্বেলেও। পিএসজির হয়ে তিনি জিতেছেন লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপ ও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩৩টি, পাশাপাশি অ্যাসিস্টও আছে ১৫টি। রেয়াল তারকা এমবাপের ভোট তাই যাচ্ছে দেম্বেলের বাক্সে।
“আমি কি দেম্বেলেকে ভোট দিব? হ্যাঁ। বিষয়টা কি আসলেই ব্যাখ্যা করার দরকার আছে?...আমি দেম্বেলেকে বেছে নিব। এটা খুবই পরিষ্কার।”