ইংলিশ ফুটবল
Published : 03 Apr 2025, 05:19 PM
প্রিমিয়ার লিগে দীর্ঘ গোল খরা কাটিয়েছেন জ্যাক গ্রিলিশ। ১৬ মাসের মধ্যে প্রথম গোলটি করে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার স্মরণ করলেন ২৫ বছর আগে পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছোট ভাইকে।
চলতি মৌসুমে দলের মতো সময়টা একদমই ভালো কাটছে না গ্রিলিশের। ডিসেম্বরের পর বুধবার রাতে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান তিনি।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই বাইলাইন থেকে সাভিনিয়োর কাটব্যাকে বল পেনাল্টি স্পটের কাছাকাছি পেয়ে নিচু শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান গ্রিলিশ। ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের পর যা তার প্রথম প্রিমিয়ার লিগ গোল। পরের ওমার মার্মাউশের লক্ষভেদে ২-০ গোলের জয় পায় সিটি।
গ্রিলিশ পরিবারের জন্য দিনটি কতটা কষ্টের, তা জানা যায় ম্যাচ শেষে। শেষ বাঁশির পর ইংলিশ মিডফিল্ডার জানান, ২৫ বছর আগের এই দিনে মাত্র ৯ মাস বয়সে মারা যান তার ছোট ভাই কিলান।
“২৫ বছর আগে আজকের দিনে আমার ছোট ভাই আমাদের ছেড়ে চলে গেছে। দিনটি আমাদের জন্য অনেক কঠিন, কষ্টের।”
“আমার মা-বাবা এখানে (স্ট্যান্ডে) ছিলেন, তাই গোল করতে ও জিততে পারাটা দারুণ ব্যাপার।”
পরে ইনস্টাগ্রাম পোস্টে গোলটি ছোট ভাইকে উৎসর্গ করেন গ্রিলিশ।
“তুমি সবসময় আমার সঙ্গেই আছো, বিশেষ করে এই দিনে…ওটা ছিল তোমার জন্য।”
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা পরে বলেন, তিনি জানতেন না যে দিনটি গ্রিলিশের ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী।
“জ্যাক চমৎকার একজন মানুষ, অবিশ্বাস্য রকমের মহৎ হৃদয়ের।”
“আমি জানতাম না এটা (গ্রিলিশের ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী)। তার মা, বাবা ও বোনের জন্য এটা কতটা কষ্টের, তা আমি কল্পনাও করতে পারি না। তারা সবাই তাকে (গ্রিলিশের ছোট ভাই) মনে রেখেছে, এই দিনটিকে। আমি নিশ্চিত, প্রতিদিনই তারা সবাই তাকে স্মরণ করে। তবে গোল করতে পারাটা দারুণ ব্যাপার।”
গ্রিলিশের ২১ বছর বয়সী এক বোন আছে, যিনি মস্তিষ্কের রোগে ভুগছেন।