স্প্যানিশ ফুটবল
Published : 15 May 2025, 09:51 PM
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সবকিছু অনেকটাই নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা আসাই যেন কেবল বাকি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রেয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির সাবেক মিডফিল্ডার শাবি আলোন্সো। এতে ভীষণ খুশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা কোচদের একজন আলোন্সো।
আলোন্সোর কোচিংয়ে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে বুন্ডেসলিগা শিরোপা জেতে বায়ার লেভারকুজেন। ঘরে তোলে জার্মান কাপও। ক্লাবের আগের ১১৯ বছরের ইতিহাসে স্রেফ দুটি বড় শিরোপা জেতা লেভারকুজেন আলোন্সোর হাত ধরে এক মৌসুমেই উঁচিয়ে ধরে দুটি ট্রফি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপিয়ান রেকর্ড টানা ৫১ ম্যাচ অপরাজিত ছিল তারা।
এই মৌসুমটা যদিও তাদের ভালো কাটেনি। গত সপ্তাহে আলোন্সো ঘোষণা দেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার। গত সপ্তাহে আনচেলত্তিকে কোচ করার ঘোষণা দেয় ব্রাজিল। লা লিগা শেষ হওয়ার পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কাজ শুরু করবেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
এই মৌসুমে বাজে সময় কাটানো রেয়াল শিগগিরই তাদের নতুন কোচ হিসেবে আলোন্সোর নাম ঘোষণা করবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর। বলা হচ্ছে, পরবর্তী তিন বছরের জন্য দলটির দায়িত্ব নেবেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রেয়ালের জার্সিতে খেলা ৪৩ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
এক অনুষ্ঠানে বৃহস্পতিবার আলোন্সোর উচ্ছ্বসিত প্রশংসা করে লা লিগা প্রধান তেবাস বলেন, রেয়ালে তার সম্ভাব্য আগমন স্প্যানিশ ফুটবলের জন্য দারুণ ব্যাপার।
“শাবি আলোন্সোর স্প্যানিশ ফুটবলে ও তার ক্লাবে ফিরে আসার খবরে আমি আনন্দিত। আমি মনে করি, এটা ক্লাবের খুব ভালো একটি সিদ্ধান্ত।”
“আমার খুব ভালো লাগে যখন সেরা খেলোয়াড় ও কোচরা আমাদের লিগে আসেন- যারা এখন ইউরোপ ও বিশ্বের এক নম্বর। শাবি আলোন্সো তাদের একজন। বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বায়ার লেভারকুজেনের হয়ে বুন্ডেসলিগা শিরোপা জেতা সহজ কাজ নয়।”