ইংলিশ ফুটবল
Published : 11 May 2025, 07:21 PM
মৌসুমের শেষ সময়ে এসে শুরুর দিকটায় ফিরে গেলেন মিকেল আর্তেতা। বললেন স্কোয়াডের গভীরতার দিক থেকে তার দল আর্সেনালের ঘাটতি ছিল প্রবল। এমন পরিস্থিতিতে কয়েকজন খেলোয়াড়ের চোটের ঝুঁকি জানা থাকলেও তাদের জন্য কিছুই করতে পারেননি স্প্যানিশ কোচ। এ নিয়ে আক্ষেপ ঝরল তার কণ্ঠে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোরবার লিভারপুলের মাঠে খেলবে আর্সেনাল। এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা আর্না স্লটের দলকে গার্ড অন অনার দেবে সফরকারীরা।
টানা পঞ্চম মৌসুমে কোনো শিরোপা জিততে ব্যর্থ আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে পথচলা থেমেছে সেমি-ফাইনালে। প্রিমিয়ার লিগে দলটি সর্বোচ্চ হতে পারে রানার্সআপ।
চলতি মৌসুমে খেলোয়াড়দের চোট খুব ভুগিয়েছে আর্তেতার দলকে। মার্টিন ওদেগোর, বুকায়ো সাকা ও বেন হোয়াইট অনেক দিন মাঠের বাইরে ছিলেন। চোটের জন্য আগেভাগেই মৌসুম শেষ হয়ে গেছে কাই হাভার্টজ, গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল মাগালিয়াইস ও তাকেহিরো তোমিইয়াসুর। এর বিপরীতে লিভারপুলের ১০ জন আউটফিল্ড ফুটবলার চলতি মৌসুমে খেলেছেন ৩০ এর বেশি ম্যাচ।
আর্তেতা মনে করেন, শিরোপা জিততে হলে অনেক কিছুই পক্ষে আসতে হয়।
“আমরা শুরু থেকেই জানতাম, আমাদের স্কোয়াড ভীষণ রকমের ছোট। আমাদের এমন কিছু খেলোয়াড় ছিল, যাদের চোট পাওয়ার উচ্চ ঝুঁকি ছিল। কারণ, গত কয়েক মৌসুমে এটাই তাদের সঙ্গে হয়েছে। অনেক কিছুর প্রয়োজন, নয়তো প্রিমিয়ার লিগ জেতা সম্ভব না… এটা সত্যি যে, আমাদের যে সব সমস্যা ছিল, এর জন্য চলতি মৌসুমে আমরা কখনও সেই ধারাবাহিকতা পাইনি।”
“শিরোপা জিততে অনেক কিছু করতে হয়। লিভারপুল সেটা খুব ভালোভাবে করেছে। তারা ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে। ওই মানের সব খেলোয়াড়, একটি প্রক্রিয়ার ধারাবাহিকতা, একজন কোচ, একটি স্টেডিয়ামে আবারও এবং ধারাবাহিকভাবে তাদের জন্য সেই অবিশ্বাস্য আবহ।”
এখনই পরের মৌসুমের কথা ভাবতে শুরু করেছেন আর্তেতা। দলের উন্নতি, বিশেষ করে বর্তমানে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের উন্নতিতে নজর তার। একই সঙ্গে দলবদলে শক্তি বাড়ানোর কথাও বিবেচনা করছেন আর্সেনাল কোচ।