ইংলিশ ফুটবল
Published : 30 May 2025, 03:27 PM
মাঠের পারফরম্যান্সে খুব খারাপ একটি মৌসুম শেষ করার পর, আরেকটি বড় ধাক্কা খেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমজুড়ে বিবর্ণতার মাঝে যার মধ্যে মিলেছে সবচেয়ে বেশি আশার আলো, যাকে ঘিরে আগামীর পরিকল্পনা সাজানোর কথা বলেছেন কোচ হুবেন আমুরি, সেই ব্রুনো ফের্নান্দেসকেই হয়তো আগামী মৌসুমে আর দেখা যাবে না ইউনাইটেডের স্কোয়াডে!
বিবিসির প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমটির খবর অনুয়ায়ী, ইউনাইটেড ছাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন ফের্নান্দেস। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবটিও নাকি তার বিবেচনায় আছে।
নিজস্ব সূত্রের বরাতে বিবিসি লিখেছে, ফের্নান্দেসের প্রতিনিধিরা গত কয়েক দিন আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে এবং আসছে ক্লাব বিশ্বকাপের আগেই পর্তুগিজ মিডফিল্ডারকে সৌদি আরবের ক্লাবটির স্কোয়াডে যোগ করার বিষয়ে আলোচনা করেছে।
ছন্নছাড়া পারফরম্যান্সে খালি হাতে মৌসুম শেষ করার পর, বর্তমানে এশিয়া সফরে আছে ইউনাইটেড। সেখানে গত বুধবার আসিয়ান অল-স্টার্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও ১-০ গোলে হেরে যায় ইংলিশ দলটি এবং তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। সমর্থকদের থেকে দুয়োও শুনতে হয় আমুরির দলকে।
ক্লাবের এমন ভীষণ কঠিন সময়ের মাঝেই অধিনায়কের চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জন দিনে দিনে বাড়ছে। অবশ্য ইউনাইটেডের কর্তারা এই বিষয়ে নির্ভার আছে বলেই খবর।
এই মাসের শুরুতে যৌথভাবে রেকর্ড চতুর্থবারের মতো ক্লাবের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ফের্নান্দেসকে যেকোনো মূল্যে ধরে রাখায় গুরুত্ব দেন কোচ আমুরি। কিছুদিন আগে তিনি এটাও বলেন, দল চ্যাম্পিয়ন্স লিগে না থাকায় অনেক বড় স্কোয়াডের তার প্রয়োজন নেই।
তাতে অবশ্য ৩০ বছর বয়সী তারকা মিডফিল্ডার ফের্নান্দেসের গুরুত্ব কোচের কাছে কমে যাচ্ছে না। এখন দেখার বিষয়, সামনের দিনগুলোয় পরিস্থিতি কী দাঁড়ায়।