ইংলিশ ফুটবল
Published : 25 May 2025, 09:15 PM
চলতি মৌসুমে জ্যাক গ্রিলিশের মাঠের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। কোচ পেপ গুয়ার্দিওলার আস্থার জায়গা হারিয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটি ছেড়ে তার চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যায়। লিগ মৌসুমের শেষ ম্যাচের স্কোয়াডেও জায়গা পাননি তিনি, এতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে আরও।
শিরোপাশূন্য মৌসুমে রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ফুলহ্যামের মাঠে খেলবে সিটি। তবে ম্যাচটি খেলতে লন্ডনে যাওয়া সিটির স্কোয়াডে নেই গ্রিলিশ। এই মৌসুমে প্রিমিয়ার লিগের মাত্র সাতটি ম্যাচের শুরুর একাদশে ছিলেন ইংলিশ মিডফিল্ডার। বিবর্ণ পথচলায় এবার প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে কেবল একবার করে জালের দেখা পেয়েছেন তিনি।
এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দলে থাকলেও খেলার সুযোগ পাননি ২০২১ সালে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা ছেড়ে সিটিতে আসা গ্রিলিশ। আসছে আন্তর্জাতিক সূচির দুটি ম্যাচের জন্য ঘোষিত ইংল্যান্ড কোচ টমাস টুখেলের দলেও নেই তিনি।
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিলিশ। তবে সেই ছন্দ পরে আর ধরে রাখতে পারেননি তিনি। আর চলতি মৌসুমে তো পুরো দলটির পারফরম্যান্সই খুব খারাপ ছিল। সেখানে ২৯ বছর বয়সী এই উইঙ্গারের অবস্থান সবচেয়ে বেশি নড়বড়ে হয়ে পড়েছে।
অবশ্য সামনের দলবদলে তাকে ছেড়ে দেওয়া হবে কি-না, এ বিষয়ে কিছুই অবশ্য ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।