Published : 08 Sep 2024, 06:21 PM
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের একটা সময়ে ম্যাচ বেশ জমিয়ে তোলে বসনিয়া ও হার্জেগোভিনা। শেষ পর্যন্ত যদিও বড় ব্যবধানেই জয় পায় ডাচরা। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট দলটির কোচ রোনাল্ড কুমান।
পিএসভি আইন্দহোভেনের মাঠে শনিবার বসনিয়াকে ৫-২ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করে নেদারল্যান্ডস। দুই অর্ধেই একটি করে গোল দিয়ে ডাচদের ধরে ফেলার সুযোগ তৈরি করেছিল বসনিয়া। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা।
পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলে ডাচরা। প্রায় ৭৬ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে তারা গোলের জন্য শট নেয় ২৮টি! এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে গোলের জন্য ৪টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে বসনিয়া।
জশুয়া জার্কজির গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যাচের আধা ঘণ্টা হওয়ার আগেই গোল হজম করে নেদারল্যান্ডস। বিরতিতে যাওয়ার আগে দলকে ফের লিড এনে দেন টিয়ানি রেইন্ডার্স।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান কোডি হাকপো। পরে একটি গোল শোধ দিয়ে স্কোরলাইন ৩-২ করেন এদিন জেকো। পরে ম্যাচের শেষ দিকে ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভঠ ভেহর্স্ট ও শাভি সিমন্স।
ম্যাচ শেষে দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেন নেদারল্যান্ডস কোচ কুমান।
“বলের নিয়ন্ত্রণ রাখার দিক থেকে আমরা খুব ভালো খেলেছি, খুব সতেজ, গতিময় এবং ঠিক জায়গায় ঠিক খেলোয়াড়কে খুঁজে নেওয়া। নিশ্চিতভাবেই বিরতির পর আমাদের ভালো একটা ধাপ গেছে। তবে এরপর (আরও গোল করে) ম্যাচটা আগেভাগে শেষ করে দেওয়া উচিত ছিল।”
"বসনিয়া যখন ৩-২ করে ফেলল, অনেকে হয়তো আমাদের দলে কিছুটা সংশয় দেখেছেন, যা দরকার ছিল না, যদি পুরো ম্যাচের গতিবিধি দেখে থাকেন। তাদের গোল দুটি একদম আচমকা হয়ে গেছে।"
বড় জয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ডাচদের সামনে কঠিন প্রতিপক্ষ। আমস্টারডামে মঙ্গলবার রাতে জার্মানির মুখোমুখি হবে তারা।