Published : 08 May 2025, 04:40 PM
আগের দিনের হারানো পয়েন্ট থেকে শত পয়েন্ট ‘পুনরুদ্ধার’ করেছে দেশের বড় পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট যোগ হয় ডিএসই মূল্য সূচকে। আগের দিন সূচক ছিল ৪ হাজার ৮০২ পয়েন্ট ।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়লেও লেনদেন কমেছে।
আগের দিন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের রেশ পড়ে দেশের পুঁজিবাজারে।
প্রতিবেশী দুই দেশের যুদ্ধের দামামায় বিনিয়োগকারীদের মধ্যে ‘আতঙ্ক’ ছড়ালে এক দিনেই ১৪৯ পয়েন্ট হারায় ডিএসই।
সপ্তাহের শেষ কার্যদিবসের সকাল থেকেই ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়, যা চলে শেষ বেলা পর্যন্ত। দিনশেষে সূচক দাড়ায় ৪ হাজার ৯০২ পয়েন্ট।
লেনদেনের তথ্য বলছে, এদিন মোট শেয়ার হাতবদল হয় ৩৬৬ কোটি টাকার। আগের দিন লেনদেন হয় ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার।
দিনশেষে মোট লেনদেনের ২২ শতাংশ বা ৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ব্যাংক খাতের।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে চলে আসা খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলো শেয়ার হাতবদল করে ৪৫ কোটি টাকার।
আর তৃতীয় অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ডে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ৫০ লাখ টাকার।
লেনদেনে আসা ৩৭৭টি কোম্পানির দর বাড়ে; কমে ১০টির; আর আগের দরে লেনদেন করে সাতটি কোম্পানি।
সবচেয়ে বেশি দাম বাড়া তিন কোম্পানি হলো এনআরবিসি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সবচেয়ে বেশি দর হারায় মেঘনা কনডেন্সড মিল্ক, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রি ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং।