Published : 13 Dec 2024, 01:20 PM
পেশাদারদের জন্য এআই হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি ভিভাসফট লিমিটেড। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে সেগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন অংশগ্রহনকারীরা।
প্রতিযোগিতায় বিজয়ী সব আউডিয়ার জন্য থাকছে নগদ অর্থ পুরষ্কার। এ হ্যাকাথনে অংশ নিতে পারবেন এআই উদ্ভাবক, বিকাশকারী ও শিক্ষার্থীরা।
আয়োজনটি বাংলাদেশের এআই খাতে নতুন মাত্রা যোগ করবে ও নতুনদের উৎসাহিত করতে পারে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
“ভিভাসফটের এআই হ্যাকাথন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের স্কিল নিয়ে কাজ করে তা প্রদর্শন করতে পারবেন। এ ছাড়া, একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার সুযোগও রয়েছে।” – বলেছেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা শাফকাত আসিফ।
“হ্যাকাথন কেবল প্রতিযোগিতা নয়, এটি এআই নিয়ে সৃজনশীলতা বিকাশ ও সমস্যা সমাধানের চেষ্টা। বিশ্বজুড়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের দারুণ সম্ভাবনা রয়েছে। তাই এ ইভেন্টটি আমাদের উদ্ভাবকদের পরবর্তী ধাপ উন্মোচনে সহায়তা করবে।”
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন পর্যায়ে, প্রথমে আইডিয়া জমা দেওয়ার পর্ব, এরপর প্রজেক্ট জমা দেওয়ার পর্ব, এবং সবশেষে অন-সাইট হ্যাকাথন। অর্থাৎ, হ্যাকাথনে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন আইডিয়া উপস্থাপন করবেন, প্রোটোটাইপ দেখাবেন ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন।
আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৪। প্রোটোটাইপ প্রজেক্ট জমা দেওয়ার সময় ১৭ জানুয়ারি ২০২৫। পরবর্তীতে, ২৫-২৬ জানুয়ারি ২০২৫ সালে চূড়ান্ত হ্যাকাথন পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় কোম্পানির হেডঅফিসে।
কোনোপ্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এআই পেশাদার এবং ডেভেলপারগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদ্য স্নাতক, স্টার্টআপ ও উদ্ভাবক দল, প্রযুক্তিবিদরা।
নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভাসফট ওয়েবসাইটের হ্যাকাথন পেইজে।