Published : 01 Feb 2025, 11:22 AM
গত বছরের শেষ দিকে আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের নতুন সংস্করণ আনে অ্যাপল। এরপরও বিক্রি কমেছে আইফোনের।
অ্যাপলের এসব এআই ফিচার খুব একটা সাড়া পায়নি বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
তবে কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক বলছেন, যুক্তরাষ্ট্রের মতো যেসব দেশে এআইয়ের এসব নতুন ফিচার রয়েছে সেসব দেশে আইফোনের বিক্রি বাড়াতে সহায়তা করেছে এটি।
গত বছরের তুলনায় আইফোনের বিক্রি প্রায় ১ শতাংশ কমে ছয় হাজার ৯শ ১০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বিবিসি প্রতিবেদনে লিখেছে, বর্তমানে নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হচ্ছে অ্যাপলকে, যার মধ্যে রয়েছে চীনে আইফোনের বিক্রি কমে যাওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির কারণে দেশটিতে ডিভাইস বিক্রি ক্ষতির মুখে পড়ার শঙ্কা।
চীনে তৈরি যে কোনো পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন ট্রাম্প, আর সেখানেই নিজেদের বেশিরভাগ পণ্য উৎপাদন করে অ্যাপল।
বৃহস্পতিবার বিনিয়োগকারীদের কুক বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছে কোম্পানিটি।
গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে নিজেদের পণ্যে এআই ফিচার আনছে অ্যাপল। আর এটি অ্যাপলের ডিভাইস বিক্রিকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।
কুক বলেছেন, এ বছরের এপ্রিলে আরও বেশি দেশে এআই ফিচার চালুর বিষয়ে আশা করছে অ্যাপল।
এদিকে, বৃহস্পতিবার কুক বলেছেন, অ্যাপলের এমন গ্রাহকরা রেকর্ড সংখ্যক নতুন আইফোন কিনেছেন যারা এরইমধ্যে পুরানো আইফোনের মালিক।
অ্যাপল বলেছে, তাদের সার্বিক বিক্রি ৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা বেড়েছে কোম্পানিটির কম্পিউটার বিক্রি বেড়ে যাওয়া এবং অ্যাপল টিভি, অ্যাপল নিউজ ও অ্যাপল পে’সহ পরিষেবা ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধির কারণে।
বছরে মার্কিন প্রযুক্তি জায়ান্টটির মুনাফা সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছয়শ ৩০ কোটি ডলারে।
ইমার্কেটার-এর বিশ্লেষক জ্যাকব বোর্ন বলেছেন, অ্যাপলকে নিজেদের মুনাফা ধরে রাখার জন্য তাদের উৎপাদনে গতি বাড়াতে হবে ও নতুন ধরণের পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে।