Published : 07 May 2025, 04:06 PM
আয়ের বড় একটা অংশ ওপেনএআই দিয়ে দেয় মাইক্রোসফটকে - দুই কোম্পানির মধ্যে বোঝাপড়া সেরকমই। এ হার নতুন করে ঠিক করে নিতে চাইছে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটি।
মঙ্গলবার ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, ওপেনএআই তাদের বিনিয়োগকারীদের বলেছে, কোম্পানির কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে মাইক্রোসফটের সঙ্গে আয়ের ভাগ কমানোর পরিকল্পনা করছে তারা।
এসব পরিবর্তন ওপেনএআইয়ের বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনার অংশ, যার মাধ্যমে কোম্পানিটির মূল নিয়ন্ত্রণ অলাভজনক অংশের হাতেই থাকবে। ফলে সিইও স্যাম অল্টম্যানের ক্ষমতা সীমিত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ার করা আর্থিক পূর্বাভাসে ওপেনএআই বলেছে, চলতি দশকের শেষ নাগাদ মাইক্রোসফটের সঙ্গে ভাগাভাগি করা তাদের আয়ের পরিমাণ অন্তত অর্ধেকে নেমে আসতে পারে।
বর্তমানে নিজেদের আয়ের ২০ শতাংশ মাইক্রোসফটের সঙ্গে শেয়ার করে ওপেনএআই, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। তবে কোম্পানিটির নতুন আর্থিক পূর্বাভাস অনুসারে, এই ভাগ কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইনফরমেশন।
এছাড়াও, মাইক্রোসফট চাইছে তারা যেন ২০৩০ সালের পরও ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করতে পারে।
রয়টার্স লিখেছে, এ বছরের জানুয়ারিতে ওরাকল ও জাপানের সফটব্যাংক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলারের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণের পর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ শর্তে পরিবর্তন এনেছে মাইক্রোসফট।
সফটওয়্যার জায়ান্টটি বলেছে, ওপেনএআইয়ের সঙ্গে তাদের “এমন এক চুক্তি রয়েছে, যেখানে দুই পক্ষই আয় ভাগ করে নেয়”। আর এই চুক্তির মূল নিয়মগুলো ২০৩০ সাল অর্থাৎ চুক্তির মেয়াদ পর্যন্ত বহাল থাকবে।
ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছেন, “আমরা মাইক্রোসফটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে অর্থবিষয়ক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফট। অন্যদিকে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।