Published : 26 May 2025, 06:53 PM
চ্যাটজিপিটির বাড়তে থাকা চাহিদার মধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন অফিস খুলতে যাচ্ছে অ্যাপটির নির্মাতা ওপেনএআই।
সোমবার এক ঘোষণায় শীর্ষ এআই কোম্পানিটি বলেছে, দক্ষিণ কোরিয়ায় চ্যাটজিপিটি’র চাহিদা বেড়ে যাওয়ায় সিউলে প্রথমবারের মতো নতুন অফিস খুলতে যাচ্ছে এবং এর জন্য দেশটিতে একটি কোম্পানি রেজিস্ট্রেশন করেছে তারা।
রয়টার্স প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ কোরিয়ায়ই সবচেয়ে বেশি মানুষ অর্থ দিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করছেন বলে দাবি করেছে ওপেনএআই।
কোম্পানিটি বলেছে, এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ অংশীদারিত্বের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তারা এবং আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে চ্যাটজিপিটির নির্মাতা।
ওপেনএআইয়ের চিফ স্ট্র্যাটেজি অফিসার জেসন কুয়োন এক বিবৃতিতে বলেছেন, “চিপ থেকে সফটওয়্যার ও ছাত্র থেকে বৃদ্ধ– কোরিয়ার এআই ব্যবস্থার সব দিক একসঙ্গে কাজ করে। তাই এআইয়ের জন্য বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া।”
এ বছরের শুরুর দিকে ওপেনএআই ঘোষণা দিয়েছিল, দক্ষিণ কোরিয়ার চ্যাটিং অ্যাপ কোম্পানি কাকাওয়ের সঙ্গে মিলে এআইভিত্তিক পণ্য তৈরি করবে তারা।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বর্তমানে সিউল সফরে থাকা কুয়োন।