Published : 08 May 2025, 02:35 PM
ডিজিটাল পরিষেবা আইন সঠিকভাবে মেনে না চলায় কয়েকটি দেশের বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
কমিশনের এ আইনের উদ্দেশ্য হচ্ছে, অনলাইনে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা। কমিশন চায়, ইউরোপের সব দেশ এসব নিয়ম ঠিকভাবে মেনে চলুক।
ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ কার্যকরভাবে বাস্তবায়ন করতে না পারার কারণে চেক প্রজাতন্ত্র, স্পেন, সাইপ্রাস, পোল্যান্ড ও পর্তুগালের বিরুদ্ধে ইইউ-এর বিচারিক আদালতে মামলা করেছে তারা।
মামালার নথিতে কমিশন বলেছে, এসব দেশ ডিজিটাল সেবা দেখভাল করার জন্য ‘ডিজিটাল সার্ভিসেস কো অর্ডিনেটর’ বা ডিএসসি দায়িত্বপ্রাপ্ত কাউকে নিযুক্ত করেনি এবং ডিএসএ-এর নিয়ম ভাঙলে কী শাস্তি হবে, তাও ঠিক করেনি তারা।
রয়টার্স লিখেছে, ডিএসএ হচ্ছে ইইউ’র একটি গুরুত্বপূর্ণ আইন। এ আইনের আওতায় বিভিন্ন অনলাইন কোম্পানিকে তাদের প্ল্যাটফর্মে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে আরও বেশি কাজ করতে হবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের দায়ে টেক জায়ান্ট অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করেছে কমিশন।
গ্রাহকদের অ্যাপ স্টোরের বাইরে সাশ্রয়ী দামে অন্য অ্যাপ কিনতে বাধা দেওয়ার জন্য অ্যাপলকে ৪২ কোটি ৮৪ লাখ পাউন্ড জরিমানা করেছে সংস্থাটি।
এদিকে, ইইউ’র দেশগুলোতে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের টার্গেটওয়ালা বিজ্ঞাপন দেখা বা বিজ্ঞাপন সরানোর জন্য সাবস্ক্রিপশন পরিষেবার জন্য অর্থ দেওয়ার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করায় মেটাকে ১৭ কোটি ১৪ লাখ পাউন্ড জরিমানা করেছে কমিশন।