Published : 16 Nov 2024, 03:05 PM
তিন বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ইন্টারনেটে প্রত্যাবর্তন ঘটেছে একজন চীনা ইনফ্লুয়েন্সারের, যার অনুসারী গোটা বিশ্বজুড়ে। এমনকি দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছ থেকেও অনুমোদন পেয়েছেন তিনি।
সিচুয়ান প্রদেশের এক গ্রামে নিজ দাদীর সঙ্গে জীবনযাপনের বিভিন্ন ভিডিও’র মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন ৩৪ বছর বয়সী লি। মঙ্গলবার তার চ্যানেল থেকে তিনটি ভিডিও আপলোড করা হয়, যার ভিউ সংখ্যা এরইমধ্যে কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে।
লি জনপ্রিয়তার তুঙ্গে এসেছিলেন ২০১৬ সালে, যখন চীনের দ্রুত ক্রমবর্ধমান সোশাল মিডিয়া ব্যবহারকারীরা রান্না ও ঐতিহ্যগত হস্তশিল্প নিয়ে তার বানানো ধীরস্থির প্রকৃতির ভিডিও দেখে মানসিক প্রশান্তি খুঁজে পেতেন।
গোটা বিশ্বের ভক্তরাই তার প্রত্যাবর্তনকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। তার প্রত্যাবর্তন এমন সময় ঘটল, যখন সরকার তাদের বিবেচনায় ‘আপত্তিকর’ কনটেন্ট আপলোড করা ইনফ্লুয়েন্সারদের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে।
লি’র নির্বাসনে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ২০২১ সালের শেষে নিজ ব্র্যান্ডের স্বত্ব নিয়ে তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন ও নতুন ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। ২০২২ সালে মামলাটির নিষ্পত্তি হলেও মঙ্গলবারের আগ পর্যন্ত লি আর ইন্টারনেটে ফিরে আসেননি।
সাম্প্রতিক মাসগুলোয় চীনা ইন্টারনেট জগতের অনেক ইনফ্লুয়েন্সারই উধাও হয়ে গেছেন, যেখানে সরকারি কর্মকর্তারা দেশের অনলাইন সংস্কৃতি ‘সাফসুতরো’ করার লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছেন। এজন্য তারা সেইসব সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দিকে লক্ষ্য করেছেন, যাদের বিরুদ্ধে কর ফাঁকি, ভুল তথ্য ছড়ানো ও নিজেদের সম্পদ সবার সামনে বড়াই করে দেখানোর অভিযোগ মিলেছে।
তবে, সরকারের এই সেন্সরশিপ থেকে বেঁচে গেছেন লি। চীনে নিষিদ্ধ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও টিকটকে তার বিশাল ভক্তকূল আছে। এর ফলে প্রশ্ন উঠেছে, তার বিভিন্ন ভিডিও আদতে ‘মুখোশের আড়ালে’ অপপ্রচারমূলক কনটেন্ট কি না।
বিবিসি বলছে, তিনি যে কমিউনিস্ট পার্টির মদদপুষ্ট, তা প্রায় নিশ্চিত। এমনকি তার প্রত্যাবর্তনের একদিন পরই তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়া। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থেকে ইনফ্লুয়েন্সারদের সাক্ষাৎকার নেওয়ার ঘটনাও খুব বিরল।
ওই সাক্ষাৎকারে লি বলেছেন, তিনি তিন বছর ‘ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন’ ও নিজের দাদীকে ‘বাইরের জগত’ দেখিয়েছেন। তিনি আরও যোগ করেন, তার লক্ষ্য এখন ‘আগের চেয়েও বড় কিছু’ করা। আর এজন্য তিনি ‘নিজের সেরাটা ঢেলে দেবেন’।