Published : 15 May 2025, 08:22 PM
সাইবার হামলার শিকার হয়েছে ফরাসী ফ্যাশন ব্র্যান্ড ডিওর। কোম্পানিটি নিশ্চিত করেছে, এ হামলার ফলে গ্রাহকদের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
বেহাত হওয়া তথ্যের পরিমাণ এখনো পরিষ্কার নয়। তবে এ বিষয়ে একটি বার্তা দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইটে প্রকাশ করেছে ডিওর। এ ছাড়া চীনের কিছু গ্রাহককে এই ঘটনার বিষয়ে জানানোর কথা প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ডিওর বলেছে, এ সাইবার হামলার ফলে কোনো আর্থিক তথ্য ক্ষতির মুখে পড়েনি এবং প্রয়োজন অনুযায়ী সাইবার হামলার শিকার হয়েছেন এমন গ্রাহকদের বিষয়টি জানিয়ে দিচ্ছে তারা।
এ ঘটনাটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাজ্যের বেশ কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান, যেমন ‘মার্ক অ্যান্ড স্পেন্সার’ ও ‘কো-অপ’ হ্যাকারদের হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
ডিওর বলেছে, “হাউস অফ ডিওর অর্থাৎ আমরা সম্প্রতি জানতে পেরেছি, অপরিচিত একটি দল অনুমতি ছাড়া আমাদের কিছু গ্রাহকের তথ্যে প্রবেশ করেছে।
“ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা তা নিয়ন্ত্রণে নেওয়ার ব্যবস্থা নিয়েছি। ডিওর-এর দল ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মিলে এখনও বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি।
“হ্যাকাররা যেসব তথ্য দেখেছে, তাতে আমাদের কোনো আর্থিক তথ্য যেমন ব্যাংকিং তথ্য বা ক্রেডিট কার্ডের তথ্য ছিল না।
“প্রয়োজন হলে আমরা গ্রাহকদের জানিয়ে দিচ্ছি। আমাদের গ্রাহকের তথ্যের প্রাইভেসি ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টি গ্রাহকদের যে কোনও উদ্বেগ বা অস্বস্তির কারণ হতে পারে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।”
কোম্পানিটি এখনও নিশ্চিত করেনি কোন অঞ্চল বা কোন দেশের গ্রাহকরা এ সাইবার হামলার শিকার হয়েছে।
ডিওর-এর কোরিয়ান ওয়েবসাইটে পোস্ট করা বার্তা অনুসারে, গত ৭ মে সাইবার হামলার বিষয়টি টের পায় কোম্পানিটি। হ্যাকারদের মাধ্যমে বেহাত হওয়া তথ্যের মধ্যে রয়েছে “যোগাযোগের তথ্য, কেনাকাটার তথ্য ও পছন্দের তথ্য”।
এখনও পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এই সাইবার হামলার দায় স্বীকার করেনি।