Published : 17 May 2025, 12:50 PM
বিশ্বজুড়ে আইফোনে আর ফোর্টনাইট পাওয়া যাবে না বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানি এপিক গেইমস। যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে গেইমটি আবার ফিরিয়ে আনার চেষ্টায় বাধা দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।
শুক্রবার নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ফোর্টনাইট লিখেছে, “অ্যাপল আমাদের ফোর্টনাইট গেইম তাদের অ্যাপ স্টোরে আপলোড করতে দেয়নি। তাই আমেরিকার অ্যাপ স্টোর বা ইউরোপে আইফোনের জন্য এপিক গেইমস আনতে পারছি না আমরা।
“দুঃখের বিষয়, এখন থেকে আইফোনে ততদিন ফোর্টনাইট নামানো বন্ধ থাকবে, যতদিন না অ্যাপল আমাদের অনুমতি দিচ্ছে।”
এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যাপলের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এর আগে বিচারক রায় দিয়েছিলেন, আইওএস অ্যাপের বাইরে থেকে কেনাকাটার জন্য কমিশন নিতে পারবে না অ্যাপল। এর এক মাস পর গত সপ্তাহে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে পুনরায় ফোর্টনাইট আনার আবেদন জমা দিয়েছে এপিক গেইমস।
সিএনবিসি লিখেছে, অ্যাপলের কমিশন এড়াতে নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে গেইমটি লিংক করতে সফটওয়্যার আপডেটের পর ২০২০ সালে অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট সরিয়ে নিয়েছিল এপিক গেইমস। কারণ অ্যাপল অ্যাপের মাধ্যমে কেনাকাটা করলে ৩০ শতাংশ বাধ্যতামূলক ফি দিতে হয় ডেভেলপারদের।
গত বছর থেকে ইউরোপে আইফোনের এপিক গেইমসের নিজস্ব ডিজিটাল স্টোরে পাওয়া যাচ্ছিল ফোর্টনাইট। কারণ ইউরোপীয় কমিশনের ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’-এর আওতায়, ইইউ’তে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলো ব্যবহার করা যায়।
তবে শুক্রবার এপিক গেইমস বলেছে, ইউরোপে আইওএসের এপিক গেইমস স্টোরেও ফোর্টনাইট বিতরণ করতে পারছে না তারা।