Published : 06 Jun 2025, 02:43 PM
২০২৩ সালে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে ঘিরে ঘটে যাওয়া বোর্ড রুম ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছে মার্কিন ই কমার্স কোম্পানি অ্যামাজন।
ওপেনএআই-অল্টম্যানের ওই ঘটনা ছিল প্রযুক্তি দুনিয়ায় বড় আলোড়ন তোলা এক মুহূর্ত, যেখানে কোম্পানিটির সিইও’কে অল্টম্যানকে হঠাৎ বরখাস্ত করে আবার কয়েক দিনের মধ্যেই ফিরিয়ে আনে ওপেনএআইয়ের বোর্ড।
হলিউড রিপোর্টার প্রতিবেদনে লিখেছে, এ ঘটনা নিয়ে বানানো সিনেমাটির নাম হবে ‘আর্টিফিশিয়াল’ এবং এটি তৈরি করবে আমাজনের ‘এমজিএম স্টুডিওস’। সিনেমাটি পরিচালনা করতে পারেন লুকা গুয়াদানিনো। এতে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন অ্যান্ড্রু গারফিল্ড ও মনিকা বারবারো’সহ একাধিক তারকা।
সিনেমাটির শুটিং এই গ্রীষ্মেই ইতালি ও যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে শুরু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ওপেনএআইয়ের এ ‘বোর্ডরুম ড্রামা’ কেবল এক সপ্তাহ চললেও তা এক নাটকীয়তায় মোড় নিয়েছিল।
ঘটনার শুরু ২০২৪ সালের ১৭ নভেম্বর। ওইদিন হঠাৎ অল্টম্যানকে চাকরি থেকে বরখাস্ত করে বোর্ড। কারণ হিসেবে বোর্ড বলেছে, বোর্ডের সঙ্গে “সব সময় খোলাখুলি কথা বলেননি” তিনি।
এমন সিদ্ধান্তে খুবই ক্ষুব্ধ হয় ওপেনএআইয়ের বড় অংশীদার মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। কোম্পানিটি ওই সময়ই ঘোষণা দিয়েছিল, নতুন এআই বিভাগ তৈরি করবে তারা, যার নেতৃত্বে থাকবেন স্যাম অল্টম্যান। এভাবেই এক সপ্তাহের মধ্যে সব ঘটনা ঘুরে ফিরে বড় নাটকীয়তায় মোড় নেয়।
এরপর ওপেনএআইয়ের সব কর্মী বোর্ডকে একটি খোলা চিঠি লেখেন, যেখানে তারা বলেন, অল্টম্যানকে আবার সিইও হিসেবে ফিরিয়ে আনা না হলে তারা সবাই চাকরি ছেড়ে দিয়ে মাইক্রোসফটের নতুন কোম্পানিতে যোগ দেবেন।
এনগ্যাজেট লিখেছে, পরিস্থিতি তখন খুব খারাপের দিকে যাচ্ছিল। তবে একদম শেষ মুহূর্তে বোর্ড চাপের মুখে নতিস্বীকার করে ও অল্টম্যানকে আবার কোম্পানিটির সিইও হিসেবে ফিরিয়ে আনে।
এরপর সঙ্গে সঙ্গেই ওপেনএআইয়ের আগের বোর্ড ভেঙে দেওয়া হয় ও অস্থায়ীভাবে তিন সদস্যের নতুন একটি বোর্ড গঠন করে। এভাবে পুরো ঘটনা এক সপ্তাহে এক দারুণ রোমাঞ্চকর নাটকের মতো শেষ হয়।
এত বড় কর্পোরেট নাটক ও এর সঙ্গে জড়িয়ে থাকা শত শত কোটি ডলারের স্বার্থ– এ কারণেই এ বিষয়টি নিয়ে প্রথম সিনেমা বানাতে চাইছে অ্যামাজন।
এ সিনেমায় অল্টম্যানের চরিত্রে অভিনয় করতে পারেন অ্যান্ড্রু গারফিল্ড, মীরা মুরাটির চরিত্রে থাকতে পারেন মনিকা বারবারো ও ইউরা বোরিসভ অভিনয় করতে পারেন ইলায়া সুটস্কেভারের চরিত্রে।
ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও অল্টম্যানকে বরখাস্ত করার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন সুটস্কেভার।
এসব বাস্তব ঘটনা নিয়ে তৈরি সিনেমা একদম থ্রিলার মুভির মতোই হয়ে উঠতে পারে, যেখানে দেখা মিলবে বাস্তব জীবনের নাটক, রাজনীতি, প্রতিশ্রুতি ও শক্তির লড়াই।