Published : 27 Mar 2025, 03:48 PM
‘সাশ্রয়ী মূল্যের এআই এজেন্টদের’ জন্য নতুন ওপেন সোর্স এআই মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা।
চীনের স্টার্টআপ ডিপসিক এআই মডেলের নতুন সংস্করণ প্রকাশের একদিন পরই বৃহস্পতিবার নিজেদের ‘কুয়েন সিরিজে’র সর্বশেষ এআই মডেল চালু করেছে আলিবাবা ক্লাউড।
ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি লিখেছে, তাদের নতুন এআই মডেলটির নাম ‘কুয়েন২.৫-ওমনি-৭বি’। এটি একটি মাল্টিমোডাল মডেল, যা টেক্সট, ছবি, অডিও এবং ভিডিওসহ ইনপুট প্রক্রিয়া করতে এবং রিয়েল-টাইম টেক্সট ও আলাপচারিতায় স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে।
আলিবাবা বলেছে, মোবাইল ফোনের মতো আধুনিক বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে মডেলটি, যা মানের সঙ্গে আপস না করেই উচ্চ সক্ষমতা দেবে।
“এ অনন্য সমন্বয়টি চটপটে, সাশ্রয়ী মূল্যের এআই এজেন্ট তৈরির নিখুঁত ভিত্তি তৈরি করেছে, যা বাস্তব মানের, বিশেষ করে কার্যকর ভয়েস অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে,” বলেছে আলিবাবা।
যেমন– একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে রিয়েল-টাইম অডিও বর্ণনার মাধ্যমে তাদের বিভিন্ন পরিবেশে চলাচলে সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে এআই মডেলটিকে।
আলিবাবার নতুন মডেলটি এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’ ও ‘গিটহাব’ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ডিপসিক তাদের ‘ভি ৩-০৩২৪’ নামের নতুন মডেলটিও ‘হাগিং ফেইস’ প্ল্যাটফর্মেই উন্মোচন করেছিল। আলিবাবাও একই পথ অনুসরণ করল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
আলিবাবা ক্লাউড বলছে, গত কয়েক বছর ধরে দুইশোটিরও বেশি জেনারেটিভ এআই মডেল ওপেন সোর্স করেছে তারা। ওপেন সোর্স সফটওয়্যারের এমন এক ধরন, যেখানে এর সোর্স কোড যে কেউ পেতে পারেন। এর ফলে কারিগরি জ্ঞানসম্পন্ন যে কেউ এ মডেল নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন।
গত সপ্তাহে নিজেদের নতুন এক মাল্টিমোডাল ফাউন্ডেশনাল মডেল ও তাদের প্রথম যুক্তিনির্ভর মডেল প্রকাশ করে চীনা টেক জায়ান্ট বাইদু।
এদিকে, জানুয়ারির শেষের দিকে নিজেদের আপডেটেড ‘কুয়েন ২.৫’ নামের এআই মডেলটি আত্মপ্রকাশ করেছে এবং এ মাসের শুরুতে তাদের এআই সহকারি টুল কোয়ার্ক-এর এক নতুন সংস্করণও প্রকাশ করেছে আলিবাবা।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের ভেতরে ও বাইরে শক্তিশালী নতুন এআই সিস্টেম তৈরির উন্মত্ত তাড়াহুড়োরই প্রতিফলন চীনা প্রযুক্তি কোম্পানির এসব পদক্ষেপ।