Published : 27 May 2025, 06:20 PM
চীনের এক প্রযুক্তি কোম্পানির ওপর সাইবার হামলার জন্য তাইওয়ানকে দায়ী করেছে দেশটি।
মঙ্গলবার এক বিবৃতিতে চীনের গুয়াংজু শহরের জননিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযুক্তি কোম্পানির ওপর সাইবার আক্রমণের জন্য তাইওয়ান সরকারকে দায়ী করেছে তারা।
পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও বলেছে, এই সাইবার হামলার পেছনে থাকা বিদেশি হ্যাকার গোষ্ঠীকে তাইওয়ানের ‘ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি’ বা ডিপিপি সহায়তা করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ডিপিপি তাইওয়ানের ক্ষমতাসীন দল।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি তাইওয়ানের ‘মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল’।
এদিকে, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন, তবে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবেই দেখে তাইওয়ান।
চীনের সঙ্গে অবনতিশীল সম্পর্কের মধ্যেই এ বছরের মার্চে দেশটিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন তাইওয়ানের নেতা লাই ছিং-তে।
চীনকে ‘বিদেশি বৈরী শক্তি’ তকমা দিয়ে লাই ছিং বলেছেন, দেশটির বিরুদ্ধে তাইওয়ানের “আরও বেশি সক্রিয় ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই”।
লাইয়ের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে “দুই পারের শান্তি বিনষ্টকারী” ও “সংকট সৃষ্টিকারী” আখ্যা দিয়েছিল চীন কর্তৃপক্ষ।