Published : 15 May 2025, 03:14 PM
এ মাসের শেষ দিকে সাইবারক্যাব ও সেমি ট্রাক তৈরির জন্য চীন থেকে যুক্তরাষ্ট্রে যন্ত্রাংশ আনার পরিকল্পনা করছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে এক আপসচুক্তিতে পৌঁছানোর পর টেসলা এমন পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এ সংশ্লিষ্ট একজন ব্যক্তির বরাত দিয়ে প্রথমবারের মতো এই তথ্য প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থাটি।
দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমে আসার ফলে ব্যবসায়িক কার্যকলাপের ওপর তাৎক্ষণিকভাবে কেমন প্রভাব পড়ে সে বিষয়টিও উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
গত মাসে রয়টার্স লিখেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর চীন থেকে যন্ত্রাংশ সরবরাহের পরিকল্পনা স্থগিত করেছে ইভি নির্মাতা কোম্পানিটি।
ওই সময় এই সিদ্ধান্তে টেসলার বহুল প্রতীক্ষিত বিভিন্ন মডেলের গাড়ি বড় পরিসরে উৎপাদন শুরুর পরিকল্পনা বাধার মুখে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।
সোমবার ঘোষিত দুই দেশের আপসচুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীন রাজি হয়েছে যে, বেশিরভাগ শুল্ক ও প্রতিকী ব্যবস্থা তুলে নেবে তারা।
তবে ওই সূত্র বলেছেন, চীন থেকে যন্ত্রাংশ সরবরাহের পরিকল্পনার পরিস্থিতি এখনও বদলে যেতে পারে। কারণ হিসেবে ট্রাম্প প্রশাসনের অপ্রত্যাশিত ও অনিশ্চিত নীতির কথা উল্লেখ করেছেন সূত্রটি।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি টেসলা।
এর আগে, রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, ২০২৪ সালের অক্টোবর থেকে সাইবারক্যাব ও সেমি মডেলের ইভির পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে চায় টেসলা এবং ২০২৬ সালে ব্যাপক পরিসরে উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে কোম্পানিটির। সাইবারক্যাব তৈরি হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ও সেমি ট্রাক তৈরি হবে নেভাদায়।
ট্রাম্পের শুল্ক নীতি মূলত মার্কিন উৎপাদন খাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হলেও এ নীতিই তারই রাজনৈতিক মিত্র ও টেসলার সিইও ইলন মাস্ককে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
বহুবার মুক্ত বাণিজ্যের পক্ষে কথা বলেছেন ও শুল্কের বিরোধিতা করেছেন মাস্ক। গত মাসে, প্রথম প্রান্তিকের আয়সংক্রান্ত এক বৈঠকে বিশ্লেষকদের মাস্ক বলেছিলেন, ট্রাম্পকে শুল্ক কমানোর জন্য চাপ দিয়েছেন তিনি।